Arijit

অলিম্পিক থেকে বাড়ি ফিরেই শুনলেন ‘আদরের ছোট বোন আর নেই’! কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় স্প্রিন্টার

অলিম্পিক শেষ করে শনিবারই টোকিও থেকে দেশে ফিরে এসেছেন ভারতের দুই স্প্রিন্টার ধনলক্ষ্মী শেখর ও শুভ ভেঙ্কটারমন। ঘরে ফেরার আগেই রাজকীয় সংবর্ধনা জানানো হয় তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর এই দুই স্প্রিন্টারকে। তবে ঘরে ফেরার পরেই জীবনের সবথেকে বড় দুঃখজনক সংবাদ পেলেন স্প্রিন্টার ধনলক্ষ্মী শেখর। তিনি হয়তো ভাবতে পারেননি বাড়ি ফিরেই তার জন্য অপেক্ষা করছে এমন দুঃসংবাদ। ঘরে ফিরেই ধনলক্ষ্মী জানতে পারেন তার আদরের ছোট বোন আর নেই। আর এই খবর শুনেই সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন ধনলক্ষ্মী।

   

একদিকে যখন টোকিওতে ভারতকে পদক জেতানোর জন্য প্রানপনে চেষ্টা করছেন ধনলক্ষ্মী সেই সময় তিরুচিরাপল্লীতে তার ছোট বোনের মৃত্যু ঘটে। তবে ধনলক্ষ্মীর ফোকাসে যাতে বিঘ্ন না ঘটে তাই এই খবর ধনলক্ষ্মীকে দেননি তার মা। তবে বাড়ি ফিরেই ছোটবোনের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ধনলক্ষ্মী।

দিদির ক্যারিয়ারের শুরু থেকেই সবথেকে বড় সমর্থক ছিলেন ধনলক্ষ্মীর ছোট বোন গায়েত্রী। পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টে ট্রায়াল দিতে গিয়েই দারুন পারফরম্যান্স করেন ধনলক্ষ্মী। তখনই তাকে অলিম্পিকে নিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। ধনলক্ষ্মী ভারতের মিশ্র 4×400 মিটার রিলে দলের রিজার্ভ স্প্রিন্টার ছিলেন।