dharmendra's first wife has two beautiful daughters

রূপে-গুণে লক্ষী ধর্মেন্দ্রর দুই মেয়ে, সৌন্দর্যে হারিয়ে দেবেন সৎ মা হেমা মালিনীকেও

নিউজশর্ট ডেস্কঃ বলিউড (Bollywood) দুনিয়ায় ধর্মেন্দ্রর (Dharmendra) এমন একজন অভিনেতা যার গোটা পরিবারকেই সুপারস্টার এর পরিবার বলা যেতে পারে। বর্ষিয়ান এই অভিনেতা ছাড়াও অভিনয় জগতে নিজেদের কেরিয়ার গড়েছেন তাঁর দ্বিতীয় পত্নী হেমা মালিনী (Hema Malini) । দুই ছেলে সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওয়াল (Bobby Deol) । এছাড়াও হেমার কন্যা সন্তান এশা এবং আহানাও বলি জগতে রেখেছেন নিজেদের কৃতিত্ব।

যদিও অনেকেই হয়তো চেনেন না ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে। আসলে বলি জগতে পা রাখার আগেই বিয়ে করে ফেলেছিলেন এই অভিনেতা। এমনকি পিতৃত্বের স্বাদও পেয়েছিলেন তিনি। তবে বর্ষিয়ান এই অভিনেতার প্রথম পক্ষের সন্তান হিসেবে আমরা সাধারণত সানি দেওয়াল এবং ববি দেওয়াল কেই চিনি। তবে জানেন কি আরও দুই কন্যা সন্তান রয়েছে ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌরের।

আসলে নিজেদেরকে বরাবরই লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই কন্যা সন্তান বিজেতা এবং অজিতা। আর সে কারণেই তাদেরকে সেভাবে চেনেন না কেউ। তবে সানি দেওয়ালের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ববি। সেখানেই ফুটে ওঠে বিজেতা এবং অজিতার ছবি। চারভাই বোনের এই ভালোবাসার বন্ধন খুব সহজেই নজর কেড়ে নেয় নেটিজেনদের।

গোটা পরিবারকে সুপারস্টার পরিবার বলা গেলেও অজিতা এবং বিজেতা কিন্তু কখনই বলি জগতে নাম লেখাননি। বরং কেরিয়ার গড়তে অন্য রাস্তা বেছে নিয়েছেন তারা। জানা যাচ্ছে, বর্তমানে আমেরিকাতে থাকেন ধর্মেন্দ্রর দুই কন্যা। সেখানে এক হাতে কেরিয়ার এবং অন্য হাতে সংসার সামলাচ্ছেন তারা।

উল্লেখ্য, হেমা মালিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেও প্রথম পত্নীর সঙ্গে ডিভোর্স নেননি ধর্মেন্দ্র। এমনকি দ্বিতীয় সংসার শুরু করার পরেও সন্তানদের প্রতি পালন করে গেছেন দায়িত্ব। দিয়েছেন যথেষ্ট মর্যাদা। সবচেয়ে বড় কথা হল, হেমা মালিনীর সঙ্গে যথেষ্ট সদভাব রয়েছে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের চার সন্তানের।

Papiya Paul

X