travel

Moumita

ভুলে যান দীঘা-পুরী, ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে নতুন সমুদ্র সৈকত, পর্যটকদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ!

মধ্যবিত্ত বাঙালির ভ্রমণ মানেই দীপুদা। এই দীপুদা কিন্তু কোন ব্যক্তি নয়, বরং তিন জায়গার নাম। অর্থাৎ দীঘা-পুরী-দার্জিলিং (Digha-Puri-Darjeeling) । এমনিতে বাঙালি যেমন খাদ্যরসিক, ঠিক তেমনই ভ্রমণ (Travel) রসিকও বটে। বলতে গেলে তাদের পায়ের তলাতে সর্ষে থাকে। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়তে চায় বাক্স প্যাটরা নিয়ে। তবে সবার ক্ষেত্রে চাইলেই তো আর হয়ে যায়না।

   

সংসারের খরচ সামলে পকেট যে নতুন কোথাও বেরিয়ে পড়ার অনুমতি দিতে চায়না। তবে আমরা যদি এমন কোন সমুদ্র সৈকতের সন্ধান দিই যেখানে ঘুরতে গেলে খরচ থাকবে সাধ্যের মধ্যেই, তাহলে কেমন হয়? হয়ত ভাবছেন দীঘা, পুরী, মন্দারমনি বাদ দিয়ে আর কোন সমুদ্র সৈকত আছে আমাদের কাছে? তবে বলি বেশি চিন্তা না করে চট করে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।

আসলে সম্প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে দিঘায় ঢেউ সাগর এবং ভোর সাগর নামের দুটি সি বিচের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর খুব শীঘ্রই পর্যটকদের জন্য এই সমুদ্র সৈকত খুলে দেওয়া হবে বলে খবর। উল্লেখ্য, এই সমুদ্র সৈকতের নাম সূর্য সাগর। আর এই নাম রেখেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এখানে এখনই যাওয়া সম্ভব হবেনা। কারণ সম্প্রতি বিষয়টি নিয়ে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ জানিয়েছে, এখনও পর্যটকদের একটু অপেক্ষা করতে হবে। এখনো এই নতুন সমুদ্র সৈকত খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই আপাতত আর কিছুদিন অপেক্ষা করে যেতে হবে ভ্রমণপিপাসুদের।

পূর্ব মেদিনীপুরের দীঘা এবং অন্যান্য সৈকত শহরগুলি যেহেতু বাংলার পর্যটন আকর্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় প্রশাসন এবং হোটেল মালিকদের শহর এবং সমুদ্র সৈকত পরিস্কার রাখার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ধারণা এতে করে দীঘার অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।