নিউজশর্ট ডেস্কঃ আগামী ৭ই জুলাই রথযাত্রা (Rathyatra)। এই দিনে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ থেকে রথযাত্রা দেখার জন্য পুরিতে (Puri) হাজির হন লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভক্তদের মতে, পুরির রথযাত্রার দিন রথের দড়িতে টান দিলেই পুণ্য লাভ হয়। তাই এই সময় পুরি যাওয়ার ট্রেনের চাহিদা ব্যাপক বেড়ে যায়। যার ফলে সমস্ত ট্রেন বুক হয়ে গিয়ে টিকিট পাওয়া যায় না। তবে এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)।
প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলের দৌলতেই কর্মস্থলে বা নিজেদের গন্তব্যে পৌঁছে যান। কিন্তু উৎসব বা বড় ধর্মীয় অনুষ্ঠানের সময় যাত্রীদের ঢল নামার কারণে একদিকে যেমন ট্রেনের টিকিট পাওয়া দায় হয়ে যায় তেমনি ট্রেনে অত্যাধিক ভিড় হয়ে যায়। তবে রথযাত্রা উপলক্ষে পুরি যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের তরফ থেকে নতুন দু’জোড়া স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। যার একটু শিয়ালদাহ থেকে পুরি যাতায়াত করবে অন্যটি মালদা টাউন থেকে পুরি যাতায়াত করবে। সোজা রথ থেকে উল্টোরথের সময় পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে। যার ফলে আরও ৮,৩০০ জন যাত্রীরা টিকিট কেটে স্বাচ্ছন্দে যাত্রা করতে পারবেন। কবে কখন ছবি ট্রেনগুলি? নিচে টাইমটেবিল দেওয়া হলঃ
শিয়ালদা – খুরদা রোড স্পেশাল এক্সপ্রেস : নতুন এই স্পেশাল ট্রেনের নাম্বার ০৩১০১। এই ট্রেনটি আগামী ৬ই জুলাই শনিবার শিয়ালদা থেকে খুরদা রড পর্যন্ত যাবে। ট্রেনটি সকাল ৬ তারিখ রাত ১২.০৫এ ছেড়ে পরের দিন সকাল ৮.৩০ মিনিটে খুরদা রোড পৌঁছাবে। একইভাবে ১৩ই জুলাই আবারও এই ট্রেনটি ছাড়া হবে। খুরদা রোড পৌঁছে গেলে সেখান থেকে পুরি মাত্র ৫৩ কিলোমিটার।
আরও পড়ুনঃ প্রায় শেষের দিকে কাজ, রথযাত্রার দিনেই খুলবে দিঘার জগন্নাথ মন্দির? জেনে নিন আপডেট
খুরদা রোড – শিয়ালদা স্পেশাল এক্সপ্রেস : এই ট্রেনটি ৬ই জুলাই খুর্দ রোদ থেকে ছাড়বে বিকেল ৪.৪০ নাগাদ আর শিয়ালদা পৌঁছাবে। আবার ১৩ তারিখেও একইভাবে ছাড়বে। যাত্রাপথে এই ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কতক ও ভুবনেশ্বর স্টপেজ দেবে। এই ট্রেনের নাম্বার ০৩১০২
মালদা টাউন – মালতিপাতপুর স্পেশাল এক্সপ্রেস : স্পেশাল এই এক্সপ্রেস ট্রেনের নাম্বার ০৩৪১৯। ৪ঠা জুলাই এই ট্রেনটি মালদা স্টেশন থেকে ৯.৩০ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ৩.৫৫ মিনিটে সেটি মালতিপাতপুরে পৌঁছাবে। একইভাবে ১১ই জুলাইও ট্রেনটি চলবে। মালতিপাতপুর থেকে অত্র ১২ মিনিটেই পুরি পৌঁছে যাওয়া যাবে।
মালতিপাতপুর – মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস : এই ট্রেনটির নাম্বার হল ০৩৪২০ যেটা ৫ই জুলাই সকাল ৬টার সময় মালতিপাতপুর থেকে ছাড়বে আর পৌঁছাবে রাত ১১.৪৫ মিনিট নাগাদ। একইভাবে ১২ই জুলাইও ট্রেনটি চলবে। এই ট্রেনের যাত্রাপথে রামপুরহাট, সাইথিঁয়া, সিউড়ি, অণ্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক, কটক ও ভুবনেশ্বর স্তস্তিণে স্টপেজ থাকবে।