Mishmee Das

একটার পর একটা ভিলেন চরিত্র, খলনায়িকা হতে হতে দুঃখ প্রকাশ ‘খেলনা বাড়ির’ অন্তরার

শুরুটা খলনায়িকা দিয়ে না হলেও হালফিলের বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই মিশমি দাস (Mishmee Das)। অভিনেত্রীর লাস্ট কিছু কাজের কথা বললে বেশির ভাগ ক্ষেত্রেই তাকে আমরা খলনায়িকা চরিত্রে দেখেছি। পরপর নেগেটিভ চরিত্র কি রকম এফেক্ট ফেলে মিশমির জীবনে? সম্প্রতি এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন নায়িকা।

নায়িকা জানান, এভাবে পরপর নেগেটিভ চরিত্রে অভিনয় করার ফলে অনেকের ক্ষেত্রেই বাজে এফেক্ট ফেলে। তবে তার ক্ষেত্রে এমনটা ঘটেনি। কারণ মিশমির বিশ্বাস সবটাই সুইচ অন আর সুইচ অফের খেলা। পাশাপাশি তিনি এটাও জানান যে, রিনি চরিত্রে অভিনয় করার সময় বড্ড ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হত তাকে।

যদিও তিনি মনে করেন এটাই নাকি তার অ্যাচিভমেন্ট। পর পর নেতিবাচক চরিত্রে অভিনয় করে টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় করেনা? মিশমির উত্তর, ‘আমি টাইপকাস্ট হয়ে গিয়েছি।’ তাহলে করছেন কেন? এর জবাবে তিনি জানান, ‘কাজের মধ্যে থাকব বলে কাজগুলো নিয়ে নিচ্ছি। তবে খারাপ তো লাগছেই, যেরকম চাইছি সেরকম চরিত্র পাচ্ছি না।’

Mishmee Das

এমতাবস্থায় অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এই ফেজ থেকে বেরোনোর জন্য কী পদক্ষেপ তিনি নিয়েছেন? উত্তরে নায়িকা জানান, ‘এই পথ…’, আর ‘খেলনাবাড়ি’র লেখক সৌভিক চক্রবর্তীকে আমি বারবার করে বলেছি। আর উনি আমাকে কথা দিয়েছেন, এর পরে উনি আমাকে পজ়িটিভ চরিত্রই দেবেন।’

এর সাথে কথা হয় তার ব্যক্তিগত জীবন নিয়েও। কিছুদিন আগেই দু’দুটো সিরিয়াল ছেড়ে তৎকালীন প্রেমিকের সাথে গোয়ায় গেছিলেন ছুটি কাটাতে। এইদিন নায়িকা নিজেই জানালেন সেই প্রেম নাকি আর নেই। কিছুটা সেই কারণেই আবারও কলকাতা ফিরেছেন তিনি। কাজের মধ্যে থেকেই ভুলতে চান পুরোনো প্রেমিককে।

Avatar

Moumita

X