Papiya Paul

Electric Bike: ভেঙে দেবে পুরোনো রেকর্ড! এই তারিখে লঞ্চ হচ্ছে দেশের সবথেকে দ্রুততম ই-বাইক!

নিউজশর্ট ডেস্কঃ আগামী ২৪ ই এপ্রিল একটি নতুন ধামাকা বাইক লঞ্চ করতে চলেছে আলট্রাভায়োলেট অটোমোটিভ। ইতিমধ্যেই এই নতুন ইলেকট্রিক বাইক(Electric Bike) নিয়ে ক্রেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। লঞ্চ ইনভাইট অনুষ্ঠানে শুধুমাত্র উল্লেখ করা হয়েছিল ‘নেক্সট চ্যাপ্টার অফ পারফরম্যান্স’।

   

আর এতেই মনে করা হচ্ছে এই নতুন মোটরসাইকেলের আরো অনেক ফিচার্স আসতে চলেছে। যুদিও কোম্পানির তরফ থেকে এই নতুন বাইক সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই বাইক সংস্থার দ্রুততম ইলেকট্রিক বাইকের রেকর্ড ভেঙে দিতে পারে।

এই কোম্পানির F77 ইতিমধ্যেই দেশের দ্রুততম ইলেকট্রিক বাইকের তকমা পেয়ে গিয়েছে। মনে করা হচ্ছে নতুন মডেলটি F77-এর আপগ্রেড ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে। স্পিডের দিক থেকে এটি F77 কেউ হারিয়ে দিতে পারে। ২৭ কিলোওয়াট মোটর থেকে সর্বোচ্চ ৮৫ এনএম টর্ক উৎপন্ন করবে।  প্রত্যেক ঘন্টায় বাইকের সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার।

আরও  পড়ুন: BSNL: ২১৫ দিনের জন্য রিচার্জ থেকে লম্বা ছুটি, দুর্দান্ত ও সস্তার প্ল্যান নিয়ে হাজির BSNL

আর নতুন বাইকটির গতিবেগ এর থেকেও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া মনে করা হচ্ছে যে এই নতুন বাইক ইতালির বিখ্যাত মিলন মোটরসাইকেল শো EICMA 2023-এ প্রদর্শিত F99-এর প্রটোটাইপ মডেলের ফিচারস যুক্ত করা হতে পারে। এর পাশাপাশি নতুন কালার স্কিম এবং উইন যুক্ত করা হতে পারে।

দাম: বর্তমানে Ultraviolette F77-এর দাম 3.8 লাখ থেকে 4.55 লাখ টাকা (এক্স-শোরুম) আছে। কিন্তু আপগ্রেটেড ভার্সনের অনেক কিছু ফিচার্স থাকবে বলে এটির দামও অনেক বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।