নিউজশর্ট ডেস্ক: এবার Google Pay নিয়ে বড়সড় সিদ্ধান্তের ঘোষণা সামনে এসেছে। আগামী ৪ জুন থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই ডিজিটাল পেমেন্টের ব্যবহার। জানা গিয়েছে ,গুগল তার এই টাকা পেমেন্টের পরিষেবাকে আরো বেশি উন্নত করে তোলার জন্যই এই পদক্ষেপের ঘোষণা করেছে। তবে Google Pay-র এই পরিষেবা ভারতে নয়, বন্ধ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
বৃহস্পতিবার টেক জায়ান্ট তার ব্লগে ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা ৪ জুন পর্যন্ত এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই Google Pay ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। আর ৪ জুনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা বন্ধ হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ বাকি যে কোন অ্যাপের থেকে আরো পাঁচ গুণ বেশি ব্যবহার করা হয় বলে পরিসংখ্যানে জানা গিয়েছে।
তাই কোম্পানি এই অর্থ প্রদানের বিষয়টিকে আরো বেশি মসৃন করতে চায়। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ‘এই অ্যাপের এক্সপিরিয়েন্স আরো সহজ করার জন্য আগামী ৪ই জুন ২০২৪ থেকে ইন্ডিভিজুয়াল ভাবে google pay অ্যাপের ইউএস সংস্করণ ব্যবহার করার জন্য থাকবে না। তবে ভারতীয়রা এটি এক্সেস করতে পারবেন।’
আরও পড়ুন: Google: Google-কে টেক্কা দিতে আসছে এই ‘দেশি অ্যাপ স্টোর’! কি কি বিশেষত্ব আছে জানেন?
এই ট্রান্সফারের প্রভাব ভারত এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীদের প্রভাবিত করবে না। গুগল পে নিয়ে তথ্য সরবরাহকারী ব্লগের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার google pay ব্যালেন্স দেখতে এবং ট্রান্সফার করার জন্য আপনি আগামী ৪ জুন ২০২৪ পর্যন্ত এই অ্যাপের ইউএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। আপনি এই ওয়েবসাইট থেকে ৪ জুন ২০২৪ -এর পরে আপনার ব্যাংক একাউন্টে সমস্ত আর্থিক লেনদেন দেখতে এবং ট্রান্সফার করতে পারবেন।
এর পাশাপাশি সেই ব্লগে এটাও জানানো হয়েছে যে অ্যাপের US সংস্করণ বন্ধ হয়ে গেলেও গ্রাহকের অফিসিয়াল পেমেন্ট পরিষেবার ওয়েবসাইটের মাধ্যমে অর্থ আদানপ্রদান করতে পারবেন। তবে যদি কোন গ্রাহক গুগল পে অ্যাপের ইউএস এডিশনের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে তিনি সেটি করতে পারবেন না বলে জানিয়েছে ওই ব্লগটি।