আধার, PAN কার্ড থাকলেই আপনি পাবেন ৩ লক্ষ টাকা লোন! কিভাবে পাবেন এই সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার(Social Media) দৌলতে এখন সবকিছুই জেনে ফেলেছে সকলেই।  কিন্তু এই জানার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই যাচাই করতে পারেন না অনেকেই। এরফলে বিরাট ফাঁদে পড়ে যান সাধারণ মানুষ। তাই বার বার সতর্ক করা হয় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিতে হবে। সেটা টাকা জমানো হোক, কিংবা অন্য কোনো কিছু। তাই ভুল করার আগে নিজেকে প্রশ্ন করুন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক তথ্য ভাইরাল হয়েছে। যেটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ডকে(Aadhar Card) নিয়ে। চলুন তাহলে পুরো বিষয়টা খুলেই বলা যাক। সোশ্যাল মিডিয়ায় যেটি ভাইরাল হয়েছে, সেখানে বলা হয়, আধার কার্ডে প্রধানমন্ত্রী ঋণ যোজনার আওতায় প্রত্যেক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ঋণ পেতে পারেন। আধার কার্ড থাকলেই নাকি কোনো ব্যক্তি ৩ ০০,০০০ টাকা ঋণ মিলবে! এই ঘটনা কি আদৌ সত্যি!

একদমই না, এই তথ্য সত্য নয়। PIB Fact Check তাদের তদন্তে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। যেখানে স্পষ্ট করা বলা হয়েছে , এই জাতীয় কোনও প্রকল্প সরকার দ্বারা পরিচালিত হচ্ছে না। অর্থাৎ এটি হল একটি স্ক্যাম। ভারত সরকার এরকম কোনো স্কিম চাল করেননি।

তাই PIB-র তরফে জানানো হয়েছে, কোনও বিষয় সঠিকভাবে যাচাই না করে কোনো ব্যক্তিকে নিজেদের আধার সম্পর্কিত তথ্য শেয়ার করবেন না, এতে বিরাট বিপদে পড়তে পারেন আপনি। খুইয়ে যেতে পারে আপনার সঞ্চিত তথ্য।

 

Papiya Paul

X