রাজ্য সরকারের এই প্রকল্পে একাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের(Government Of Bengal) তরফ থেকে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) । এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে অনুদান দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের চাষিরা যাদের উন্নতমানের যন্ত্রপাতি কেনার সামর্থ্য নেই তাদেরকে কৃষিকাজে সহায়তা করার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে।

এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে ১০ হাজার টাকা পাঠায়। এই ১০ হাজার টাকা কিন্তু একবারে একাউন্টে দেওয়া হয় না। বছরে দু’বার ৫ হাজার টাকা করে কৃষকদের তাদের কৃষিকাজের সহায়তার জন্য রাজ্য সরকার দিয়ে থাকে।

কারা পায় এই সুবিধা? যে সকল কৃষকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যাদের নিজের জমি থাকে, যারা কারোর ছবিতে ভাগ চাষ করেন বা যদি কারোর জমি বর্গাদার করে সেক্ষেত্রে চাষ করেন তারাও এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক বছর ১০ হাজার টাকা করে অনুদান পাবেন। এই টাকা রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক একাউন্টে দিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে বছরে ৮০০০ টাকা দেওয়া হতো। এরপর সে টাকা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন সরকারের

এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে বিমার সুবিধাও রয়েছে। এই প্রকল্পের অধীনে থাকা যদি কোনো চাষীর মৃত্যু হয়, সেক্ষেত্রে তার পরিবার দু’লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে যাবে। কিছুদিন আগে উৎসবের মরশুম কেটেছে। এই মুহূর্তে চাষীদের টাকার ভীষণ দরকার তাই এই সময় রবিশস্য চাষের আগে কিস্তির টাকা পেলে তাদের অনেকটাই সুবিধা হত। চাষী ভাইদের সুবিধার কথা মাথায় রেখে ডিসেম্বরে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ৫ হাজার টাকা দিয়ে দেবে বলে জানা গেছে।

আর এই খবর শোনা মাত্রই কৃষকদের মুখে হাসিও ফুটেছে। এই প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য এই www.krishakbandhu.net ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওই সাইটের Enrolled Farmers Information গিয়ে লগইন করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। আবার কারো যদি আবেদনপত্রে কোন রকমের ভুল থাকে সেক্ষেত্রেও ওয়েবসাইটে গিয়ে সে সকল জিনিস বিস্তারিত জানতে পারা যাবে।

Avatar

Papiya Paul

X