সরকারের এই ৫ স্কিমে উজ্জ্বল হবে আপনার মেয়ের ভবিষ্যৎ, জেনে নিন কোন স্কিমে কি সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকার(Central Government) মেয়েদের জন্য অনেক প্রকল্প নিয়ে এসেছে। মূলত ‘বেটি বাঁচাও বেটি পরাও’ স্লোগানকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন স্কিম(Schemes) চালু করেছে। এই প্রতিবেদনে কোন স্কিমে কি সুবিধা রয়েছে(Govt Schemes For Child) সেই সম্পর্কে বিস্তারিত জানানো হলো।
১) সুকন্যা সমৃদ্ধি যোজনা – কেন্দ্রীয় সরকারের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে একাউন্ট খুলতে পারেন। তবে এক্ষেত্রে শিশুর বয়স ১০ বছর হতে হবে। এখানে অ্যাকাউন্ট মাত্র ২৫০ টাকা থেকে শুরু করা যেতে পারে। প্রত্যেক বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই একাউন্টে জমা করতে পারবেন আপনি। আপনার কন্যার বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট চালু থাকবে। আপনার কন্যার বয়স ১৮ বছর হলে তার উচ্চশিক্ষার জন্য এই অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই একাউন্টে ৮% বার্ষিক সুদ দেওয়া হয়। এর পাশাপাশি আয়কর ছাড়ের সুবিধা রয়েছে।

২) বালিকা সমৃদ্ধি যোজনা – কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি শুরু করলেও এখন এই প্রকল্পকে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য এই প্রকল্প শুরু করা হয়েছিল। এখানে কন্যা সন্তানের জন্ম হলে তাকে ৫০০ টাকা দেওয়া হয়। এর পাশাপাশি কন্যা স্কুলে যেতে শুরু করলে তাকে বার্ষিক বৃত্তীও স্কিমে দেওয়া হয়। এক্ষেত্রে টাকার পরিমাণ ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত থাকে।

৩) উড়ান সিবিএসই স্কলারশিপ প্রোগ্রাম – উড়ান প্রকল্প সিবিএসসি বোর্ডের সঙ্গে মিলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শুরু করেছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের ভর্তি বাড়ানো। এই প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী বিনামূল্যে অনলাইন বা অফলাইন কোচিং নিতে পারবে। এছাড়া যে পরিবারের বার্ষিক আয় ৬ লাখ টাকার কম তাদের মেয়েরা ৩ শতাংশ আসন কোটায় পাবেন। এছাড়া এই স্কলারশিপের ফর্মটি সিবিএসসি ওয়েবসাইট থেকে পূরণ করা যেতে পারে।

আরও পড়ুন: মেয়ে জন্মালেও চিন্তা নেই! সরকারের এই যোজনাতে প্রতি মাসে অল্প টাকা জমালেও মিলবে মোটা টাকা রিটার্ন

৪) জাতীয় বৃত্তি প্রকল্প – এই প্রকল্পটি মূলত এসসি, এসটি বিভাগের মেয়েদের মধ্যে মাধ্যমিক শিক্ষার প্রচার বাড়ানোর জন্য শুরু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ এবং নবম শ্রেণীতে ভর্তি হওয়া মেয়েদের ৩০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়। এরপর ১৮ বছর বয়সে এবং দশম শ্রেণীর পাশ করার পর তারা সুদের সাথে এই তহবিল থেকে টাকা তুলে নিতে পারেন।

আরও পড়ুন: কন্যা সন্তান থাকলেই মিলবে দেড় লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের এই যোজনা সম্পর্কে অবশ্যই জেনে রাখুন

৫) রাজ্য সরকারের স্কিম – শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকার ও কন্যাদের জন্য অনেক প্রকল্প চালু করেছে। কন্যা সন্তানের জন্ম থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ধরনের স্কিম চালু রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, বিহারের মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা প্রভৃতি।

Papiya Paul

X