Highest Average Salary: ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বেতন দেয়? বাংলা কত নম্বরে? জানলে ঘাবড়ে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ এখন উচ্চ শিক্ষিত হয়ে বসে রয়েছেন। এখন চাকরির বাজার খুব খারাপ। তাই অনেকেই গ্রাম ছেড়ে শহরে চাকরির খোঁজে চলে আসেন। কারণ গ্রামে সেভাবে চাকরির সুব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ শহরে এসে চাকরি করে অর্থ উপার্জন করতে চান।

তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যেটি শুনলে আপনারা অবাক হবেন। আপনি কি জানেন কোথায় সর্বোচ্চ বেতন(Highest Average Salary) পাওয়া যায়? এই বেতনের একটি তালিকা তৈরি করেছিল স্ট্যাটিসটা। গড় মাসিক বেতনের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এই তালিকাটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল।

এই তালিকার হিসেব বলছে, সারাদেশে সবথেকে বেশি গড় বেতন রয়েছে উত্তরপ্রদেশে। এখানে ২০,৭৩০ টাকা বেতন গড়ে দেওয়া হয়। এই তালিকার দ্বিতীয় নম্বরই রয়েছে বাংলা। বহু মানুষ অভিযোগ করে থাকেন বাংলায় চাকরি নেই কিন্তু তবুও বাংলায় গড় মাসিক বেতন ২০,২১০ টাকা। তিন নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানের গড় মাসিক বেতন ২০,০১১ টাকা।

আরও পড়ুন: Indian Railways: ভুলে যান ট্রেনের খাবার, এবার ট্রেনে বসেই অর্ডার করুন Swiggyতে, মিলবে বিরিয়ানি থেকে চিকেন!

চার নম্বর স্থানে রয়েছে একটি বিতর্কিত রাজ্য বিহার। এখানের গড় মাসিক বেতন ১৯,৯৬০ টাকা। পাঁচ নম্বর স্থানে রয়েছে রাজস্থান। এখানের গড় মাসিক বেতন ১৯,৭৪০ টাকা। মধ্যপ্রদেশের জায়গা হয়েছে ছয় নম্বরে, এখানের মাসিক বেতন রাজস্থানের মতই রয়েছে।

সাত নম্বরে রয়েছে তামিলনাড়ু সেখানে মাসিক গড় বেতন ১৯,৬০০ টাকা। আট নম্বরে রয়েছে কর্নাটক, সেখানের মাসিক গড় বেতন ১৯,১৫০ টাকা। গুজরাট আছে নয় নম্বরে। সেখানের মাসিক গড় বেতন ১৮,৮৮০ টাকা। দশ নম্বরে জায়গা আছে ওড়িশার। সেখানের মাসিক গড় বেতন ১৮,৭৯০ টাকা।

Papiya Paul

X