বুকের ওপর হাত দিয়ে আবেদনময়ী ভিডিও! ‘পটলকুমার’ হিয়ার ‘পাকামি’ দেখে চটে লাল নেটিজেনরা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন জগতের(Bengali Serial) অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ‘পটল কুমার গানওয়ালা'(Potol Kumar Gaanwala) সিরিয়ালের পটল ওরফে অভিনেত্রী হিয়া দে(Hiya Dey)। এই সিরিয়ালে অভিনয় করে রাতারাতি বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ছোট্ট পটল। এখনো পর্যন্ত অনেকেই তার আসল নামের পরিবর্তে পটল নামে সম্বোধন করে থাকে।

ওই ছোট্ট বয়স থেকেই অসাধারণ অভিনয় গুণের জন্য দর্শকদের মন জয় করে নিয়েছিল সে। তার দুর্দান্ত অভিনয় পছন্দ করতেন ৮ থেকে ৮০ সকলে। তবে পটল এখন আর সেই ছোটটি নেই। বড় হয়ে গিয়ে অন্যান্য তারকাদের মত সোশ্যাল মিডিয়ায় বড্ড সক্রিয় তিনি। যদিও অভিনয় জগত থেকে নিজেকে এখন বিরতই রেখেছেন।

তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের চোখ রাখলে চক্ষু চড়কগাছ  হয়ে যায় নেটজনতার। মাঝেমধ্যেই তিনি বিভিন্ন আবেদনময়ী রিলস ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি শরীরচর্চা শেষ করার পর একটি ভিডিও বানিয়েছেন। যেখানে তাকে ঘামে ভেজা শরীরে আবেদনময়ী ভঙ্গিতে ভিডিও করতে দেখা গিয়েছে। আর এটা দেখে চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

অভিনেত্রী হিয়ার আবেদনময়ী অঙ্গভঙ্গি দেখে নোংরা মন্তব্য করেছেন অনেকে। কেউ লিখেছেন, ”ভিডিও বানাতে গিয়ে বারবার বুকে হাত দেওয়ার দরকার পড়ে না।’ এমনি অনেকে আবার তার এইসব কাজের পরিবর্তে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও এসব কটাক্ষকে কখনোই পাত্তা দেন না অভিনেত্রী হিয়া।

Papiya Paul

X