টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,সোনামণি সাহা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Sonamoni Saha

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী হয়েও নেই কোনো বন্ধু, পুজোতে একাই থাকবেন সকলের প্রিয় ‘মোহর’ ওরফে সোনামণি

ছোটপর্দার জনপ্রিয় মুখ সোনামণি সাহা। মোহর ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন তা আজও অব্যাহত। একটার পর একটা দূর্দান্ত প্রোজেক্টে কাজ করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, সোনামণি আসলে লম্বা রেসের ঘোড়া। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে।

শুধু তাই নয়, শোনা যাচ্ছে খুব শীঘ্রই তার দেখা মিলতে পারে রূপোলী পর্দাতেও। টলিপাড়ার নামকরা প্রযোজক রানা সরকারের হাত ধরে হতে পারে বড়ো পর্দায় অভিষেক। কিন্তু অবাক করা বিষয় হলো, এরকম জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নাকি জীবনে চরম আক্ষেপ রয়েছে তার।

সম্প্রতি বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। যদিও অভিনেত্রী সেটা আক্ষেপ হয়হিসাবে দেখেন না। তবুও কী সেই আক্ষেপ? জানা গেলো এই দুঃখ নাকি আসন্ন শারদীয় দুর্গোৎসব নিয়ে।

হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার আক্ষেপ পুজো নিয়েই। এতোবড়ো পুজো অথচ এইদিনে সাথে ঘোরার মতো নাকি কেউ নেই। পুজোর দিনগুলি একাই কাটে তার। কারণ এই ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই।

অভিনেত্রীর কথায়, ‘পুজোর দিনগুলো বন্ধুত্বের সাথে আড্ডা দিতে ইচ্ছে করে ভীষণ। কিন্তু কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। শুধু ইন্ডাস্ট্রি নয় ইন্ডাস্ট্রির বাইরেও আমার বন্ধু নেই। কেন জানি না কেউ আমার সাথে বন্ধুত্ব করে না। হয়তো আমার কোনও সমস্যা আছে। এমনকি কোনও অনুষ্ঠানেও আমায় ডাকা হয় না”।

Avatar

Moumita

X