Arijit

প্রসিদ্ধ-সূর্যের দাপটে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। এর ফলে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতীয় দলকে।

   

এইদিন শুরুতেই চমক দেয় ভারতীয় দল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসেন ঋষভ পন্থ। এইদিন শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। মাত্র 43 রানে দুই ওপেনার সহ বিরাট কোহলি কে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় দলের হাল ধরেন কে এল রাহুল এবং সূর্য কুমার যাদব। এই দুজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত 50 ওভারে 9 উইকেটে 237 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও ব্র্যান্ডন কিং। অষ্টম ওভারে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ঝটকা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। 193 রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 44 রানে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে 9 ওভারে মাত্র 12 রান দিয়ে 4 উইকেট নেন প্রসিদ্ধ, ম্যাচের সেরাও হয়েছেন তিনি। আর এই ম্যাচ জিতে 2-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া।