Arijit

মন্থর ওভারের জন্য পয়েন্ট কাটা গেল ভারতের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাকফুটে ভারত

এজবাস্টনে জেতা ম্যাচ হাত ছাড়া হল ভারতের। এই ম্যাচ হাতছাড়া হওয়ার কারণে আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে ছিল ভারত। তবে তার কিছুক্ষণ পর আরও বড় খারাপ খবর এলো ভারতীয় দলের জন্য। আরও বড় ধাক্কা খেল ভারতীয় দল। এজবাস্টন ম্যাচে স্লো ওভার রেটের জন্য 2 পয়েন্ট কাটা গেল ভারতীয় ক্রিকেট দলের।

   

একে জেতা ম্যাচ হারা তার ওপর ২ পয়েন্ট কাটা যাওয়া নিঃসন্দেহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল ভারতীয় দল। এর ফলে তিন নম্বর থেকে এক ধাপ নেমে চার নম্বরে চলে গেল ভারত। তিন নম্বরে উঠে এল পাকিস্তান।

এজবাস্টন টেস্টে দু’পয়েন্ট কাটা যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। পাকিস্তানের ৫২.৩৮ শতাংশ পয়েন্ট। এর আগে নটিংহ্যাম এবং সেঞ্চুরিয়ানে মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট কাটা গিয়েছিল ভারতের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের এখনও ছ’টি টেস্ট বাকি। এই ছ’টি ম্যাচ জিতলেও ভারত পেতে পারে ৬৮.০৫ শতাংশ পয়েন্ট। সেক্ষেত্রেও ফাইনালে যাওয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ম্যাচের দিকে।