Arijit

রোহিত-রাহুল বাদ! কোহলির পর টেস্ট অধিনায়ক হতে চলেছেন এই সিনিয়র ক্রিকেটার

শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই অধিনায়কত্ব করতেন। কিন্তু সাউথ আফ্রিকার কাছে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব ছেড়ে দিলেন কোহলি।

   

কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে একটা প্রশ্ন জোরদার আলোচনা চলছে। সেটা হল কোহলির পরবর্তীকালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে হবেন?

কোহলির পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে উঠে আসে তিনটি নাম একজন হলেন রোহিত শর্মা, দ্বিতীয় জন হলেন কে এল রাহুল এবং তৃতীয় জন হলেন ভারতের তারকা সিনিয়র অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন।

এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক রোহিত শর্মা। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটেও রোহিত অধিনায়ক হলে খুব একটা অবাক হওয়ার নেই।  অপরদিকে তিন ফরমেটেই ভারতীয় দলের সহঅধিনায়কের ভূমিকা পালন করছেন কে এল রাহুল। তিনটি ফরম্যাটেই রাহুল একজন নিয়মিত ব্যাটসম্যান এক্ষেত্রে রাহুলও হতে পারেন অধিনায়ক। অপরদিকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে নিয়মিত সদস্য না হলেও ভারতীয় টেস্ট দল অশ্বিনকে ছাড়া ভাবাই যায় না। দীর্ঘদিন ধরে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অশ্বিনের। অর্থাৎ অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন অশ্বিনও। আবার অনেকে ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যেহেতু তিনটে ফরমেটে একসঙ্গে খেলায় বিরাট চাপ রয়েছে তাই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে অশ্বিনই সব থেকে এগিয়ে রয়েছেন।