50MP ক্যামেরা, 6GB RAM, একেবারে জলের দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের সবকটি টেলিকম সংস্থা এখন দেশের কোনায় কোনায় 5G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেছে। আর তাই এখন মোবাইল সংস্থাগুলো একটার পর একটা 5G ফোন লঞ্চ শুরু করেছে। কোনো কোনো ফোনের দাম যেমন বেশি তেমনি আবার সস্তার ফোন লঞ্চ করছে কিছু কোম্পানি। গতকাল টেক ব্রান্ড আইটেল(itel) ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে।

১০ হাজার টাকা কমে এই ফোনটি লঞ্চ করে পোকো এবং লাভাকে টেক্কা দিচ্ছে আইটেল। Lava Blaze 5G এবং POCO M6 Pro 5G ফোনদুটির দাম ছিল ১০,৯৯৯ টাকা। আর এবার তার থেকেও কম দামের ফোন মার্কেটে নিয়ে এলো আইটেল।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, itel P55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার্স: 

স্ক্রিন: এই ফোনটিতে 1612 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। এর সাথেই প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটির 4GB RAM মডেলে এক্সট্রা 4GB virtual RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে 6GB virtual RAM যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স আছে। একইভাবে এই ফোনের সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: itel P55 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

দাম: ভারতে itel P55 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস মডেলটির দাম রাখা হয়েছে মাত্র 9,699 টাকা। আর বড় মডেলটি মাত্র 9,999 টাকা দামে 6GB RAM + 128GB মেমরি দিয়ে পাওয়া যাবে। আগামী 4 অক্টোবর থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনে মিলবে। এই ফোনদুটি Blue এবং Green কালারে সেল করা হবে।

Avatar

Papiya Paul

X