Arijit

অনিল কুম্বলেকে টপকে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তেমন রান করতে না পারলেও বল হাতে কামাল দেখাচ্ছেন ইংল্যান্ডের বোলাররা। বিশেষ করে জেমস অ্যান্ডারসন। চলতি টেন্ট ব্রিজ টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে চলে এলেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ বোলার। প্রথম ইনিংসে বিরাট কোহলিকে আউট করে আগেই কিংবদন্তি অনিল কুম্বলেকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এবার কে এল রাহুল ও শার্দুল ঠাকুরকে আউট করে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে চলে এলেন জেমস অ্যান্ডারসন।

   

39 বছর বয়সে যখন বেশিরভাগ জোরে বোলার অবসর গ্রহণ করেন সেই বয়সে এসেও অ্যান্ডারসনের লাইন, লেংথ ও সুইং একই ধারালো রয়েছে। প্রথম ইনিংসে মাত্র 54 রান দিয়ে 4 টি উইকেট নিয়েই সেটা প্রমাণ করে দিয়েছেন অ্যান্ডারসন।

230 টেস্টে 800 টি উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। 708 উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। এই টেস্টে চারটি উইকেট নিয়ে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা দাঁড়ালো 621, এবং কুম্বলের রয়েছে 619 টি উইকেট।