Papiya Paul

‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’, ৩ লক্ষ টাকা হাতে পেয়েই বড় ঘোষণা ‘বাদাম কাকু’র!

একটি গানের মাধ্যমেই রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ‘ভুবন বাদ্যকার’। তবে এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। তাই বাদাম বিক্রি করা আর তার সঙ্গে মানাচ্ছে না। বাদাম বিক্রি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ভুবন বাবু। এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর বাদাম বিক্রি করবেন না। বৃহস্পতিবার ইলামবাজারের একটি অনুষ্ঠানের সেলিব্রেটি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা পরিষ্কার করে বলেছেন।

   

তিনি বলেছেন, ‘আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। তাই এখন বাদাম বিক্রি করলে সবাই আমাকে ঘিরে ধরবে আর বাদাম বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি। তখন আর আশাকরি বাদাম বিক্রি করতে হবে না।’ সত্যিই তো শুধু ভারতবর্ষেই নয়, বাদাম কাকুর জনপ্রিয়তা পৌঁছে গেছে আফ্রিকা থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত। বিশ্বের মানুষ তার গানের তালে নেচে উঠেছে। তাই এখন নিজের মনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে চান তিনি।

এই অনুষ্ঠানে ভুবনবাবুকে দেখতে মানুষের ঢল নেমে পড়ে। সেখানের একঝাঁক তরুণ তরুণী তাকে পিয়ানো উপহার দিয়েছে। এই পিয়ানো উপহার পেয়ে ভুবনবাবু জানিয়েছেন যে তিনি এবার গায়ক হতে চান। তবে তার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। প্রথমদিকে বাদাম কাকু তার গানকে কপিরাইটের দাবিতে সরব হয়েছিলেন। আর তাই এবার গোধূলি নামে এক মিউজিক কোম্পানি তার সে দাবি পূরণ করতে এগিয়ে এসেছে।


বৃহস্পতিবারের সেই অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর সাথে চুক্তিপত্র স্বাক্ষরিত করা হয়। ৩ লক্ষ টাকার চুক্তি হয়েছে। সেদিনকে এই দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে বাদাম কাকুর হাতে। পরে আরো দেড় লক্ষ টাকা দেওয়া হবে। এদিন এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি তাঁর আনন্দের কথা ভাগ করে নিয়েছেন। তবে শুধু এ দেশ নয়, বাংলাদেশ ও তার জনপ্রিয়তা প্রচুর। সেখানের তরুণ-তরুণীরাও তার গানের তালে নেচে প্রচুর রিলস তৈরী করেছেন। বাদাম কাকু জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তিনি যতই জনপ্রিয় হোক না কেন সে দেশে তিনি যাবেন না। তার না যাবার কারন কি সে সম্পর্কে তিনি কিছু বলেননি।