Papiya Paul

বাস্তবতা না ছাই! সমাজের উপর কুপ্রভাব ফেলছে ‘কার কাছে কই মনের কথা’, সিরিয়াল দেখে বিরক্ত দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। সমাজের বাস্তব কাহিনী এই ধারাবাহিকে তুলে ধরেছেন নির্মাতারা। তাই অন্যান্য ধারাবাহিকের তুলনায় এই সিরিয়াল নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকে। তবে এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলো দেখে দর্শকেরা তীব্র সমালোচনা করেছেন।

   

যদিও ধারাবাহিকের শুরুতে প্রোমো দেখে খুশি হয়েছিল দর্শকরা। তবে এই মুহূর্তে শ্বশুরবাড়িতে গিয়ে বারে বারে অত্যাচারিত-নিপীড়িত হতে হচ্ছে শিমুলকে। এমনকি এই সিরিয়ালে দাম্পত্য কলহ, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার সমস্ত কিছুই দেখানো হচ্ছে। আর এটাই পছন্দ হচ্ছে না দর্শকদের একাংশের। বারে বারে অন্যায়ের প্রতিবাদ করা সত্ত্বেও একই ধরনের ঘটনা ঘটছে শিমুলের জীবনে।

দর্শকদের দাবি, শিমুলের উচিত সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, না হলে এই অন্যায় কোনদিন বন্ধ হবে না। শিমুলের জীবনের স্বপ্ন দূরে রেখে সে শ্বশুরবাড়িতে এসে এই অন্যায়ের শিকার হতে হচ্ছে শিমুলকে। আর প্রত্যেকদিন রাতে স্বামীর অত্যাচারের শিকার হতে হচ্ছে তাকে। যা একেবারেই বিরক্তিকর লাগছে দর্শকদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল নিয়ে নানারকমের মন্তব্য করছেন।

কেউ লিখেছেন, ‘বাজে সিরিয়াল এই দেখিয়ে সমাজ নস্ট করছে এইটা বন্ধ করুন।’, কেউ আবার লিখেছেন,  ‘এই সিরিয়াল টা দেখলে শান্তি তো পাই না। সংসারে ঝগড়া বাধানোর একেবারে মোক্ষম সিরিয়াল। আমার মনে হয় অবিলম্বে এই সিরিয়ালটা বন্ধ করা উচিত।’ প্রতিদিন সন্ধ্যেবেলা এক অত্যাচার দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকেরা। তাই এই সিরিয়াল বন্ধের দাবি করেছেন দর্শকরা। তবে সে যাই হোক, এই সিরিয়াল টিআরপি তালিকায় তড়তড়িয়ে উপরের দিকে উঠে চলেছে। চলতি সপ্তাহে ৬ নম্বরে জায়গা পেয়েছে এই সিরিয়াল।