Papiya Paul

৪০ জন কারিগর ১৮০০ ঘন্টায় বানিয়েছেন ক্যাটের এই শাড়ি! বাঙালি শিল্পীর ছোঁয়ায় মোহময়ী অভিনেত্রী

বাঙালি শিল্পীর হাতের কাজ বলিউডে এখন দেদার বিকোচ্ছে। বলি সেলেবরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে বাঙালি শিল্পীর তৈরী পোশাকে সেজে উঠছেন। বলিউডের অন্যতম সেরা বাঙালী ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর তৈরী পোশাকে নিজেদের সাজিয়েছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। মেহেন্দি থেকে গায়ে হলুদ, বিয়ে সবেতেই নজর কেড়েছেন এই জুটি। গত ৯ ডিসেম্বর সওয়াই মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারোয়ারাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি ও ক্যাটরিনা।

   

বিয়ের পর হালকা গোলাপি রঙের শাড়িতে এসেছিলেন ক্যাট। হিন্দি রীতি মেনে বিয়ে করলেও অভিনেত্রীর মায়ের ব্রিটিশ রেওয়াজ ভোলেননি তিনি। আর তাই এই লুকে সেজেছেন অভিনেত্রী। ক্যাটরিনার এই শাড়ি যুক্ত গাউন ড্রেস সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন খোদ ডিজাইনার। এই পোশাক তৈরী করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এই শাড়ির উপর ফুলের নকশা করতে বহু সময় ও পরিশ্রম হয়েছে। যা শুনে সকলের চক্ষু চড়কগাছ। ডিজাইনার সব্যসাচী জানাচ্ছেন ৪০ জন কারিগর প্রায় ১৮০০ ঘন্টার চেষ্টায় তৈরি করেছেন এই শাড়ি। এমনকি কারিগরদের সকলেই বাঙালি, এই শাড়ির প্রতিটি ফুল হাতে করে করেছেন কারিগররা। ক্যাটের সাথে গোলাপী শেরওয়ানিতে নজর কেড়েছেন ভিকি কৌশলও।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ফুলের তোড়া হাতে নিয়ে ক্যাটের এই লুক দেখে সকলেই প্রশংসা জানিয়েছেন। মায়ের ব্রিটিশ ঐত্যিহ্যকে কুর্নিশ জানানোর জন্যই এই পোশাকে সেজেছেন বলি সুন্দরী। এই পোশাক পরে নবদম্পতি বেশ কিছু রোম্যান্টিক ছবিও পোস্ট করেছেন। কখনও হাতে হাত রেখে, কখনও আবার ক্যাটের কপালে আদরের চুম্বন করতে দেখা গিয়েছে ভিকিকে।