লক্ষ্মী পুজোর রীতিনীতি,সনাতন ধর্ম,অজানা তথ্য,Lakshmi Puja Rituals,Sanatan Dharma,Unknown Facts

Moumita

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন, ধনসম্পদে ভরে উঠবে আপনার সংসার

দেবী দুর্গার বিসর্জন হয়ে গেলেও পুজোর রেশ যেন কাটতেই চায়না। উমা বিদায় নেওয়ার কয়েকদিন পরেই ঘর আলো করে আগমন হয় মা লক্ষ্মীর। লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। ঘরের সুখ সমৃদ্ধি কামনা করে মানুষ মা লক্ষ্মীর আরাধনা করে থাকে। আর দুর্গাপুজোর পর শেষ পূর্ণিমাতে যে লক্ষ্মী আরাধনা হয় তাকেই বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো।

   

চলতি বছরে কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ পড়েছে আগামী ৯ অক্টোবর অর্থাৎ রবিবার। এইবছর ৮ অক্টোবর শনিবার রাত ৩টে ২৯ মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি, পূর্ণিমা থাকবে ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে বাড়িতে মায়ের আরাধনা করবে সবাই। তবে জানেন কি এইদিন মায়ের কৃপা লাভ করার বিশেষ কিছু উপায় রয়েছে।

প্রসঙ্গত, মা লক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মী আসলে বিষ্ণুর পত্নী। মা লক্ষ্মীকে ছয়টি বিশেষ গুনের দেবী বলা হয়। বলা হয় তিনিই নাকি বিষ্ণুর শক্তির উৎস। বিষ্ণু যখন ত্রেতা এবং দ্বাপর যুগে রাম এবং কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তাঁর সঙ্গে সীতা ও রাধা রূপে আবির্ভূত হয়েছিলেন মা লক্ষ্মী। বিশ্বাস করা হয় লক্ষ্মীর আগমণে বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তাহলে এইদিন মায়ের কৃপা পেতে কী কী কাজ করবেন জেনে নিন।

লক্ষ্মী পুজোর রীতিনীতি,সনাতন ধর্ম,অজানা তথ্য,Lakshmi Puja Rituals,Sanatan Dharma,Unknown Facts

পায়েস রান্না করে চাঁদের আলোয় রাখুন : শাস্ত্র মতে সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী হলেন মা লক্ষ্মী । ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। বেঁচে থাকার জন্য রজগুনের বিশেষ প্রয়োজন রয়েছে আমাদের। আর সেই কারণেই দেবীকে প্রসন্ন করতে কোজাগরী লক্ষ্মীপূজায় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে তা সন্ধেবেলায় চাঁদের আলোয় রাখুন। এরপর তা ভালোভাবে কোনো নেট দিয়ে ঢেকে রাখুন যাতে পোকামাকড় পড়তে না পারে। পরদিন বাড়ির সকলে সেই পায়েস খান।

নারায়ণের পুজো করুন : লক্ষ্মী আর নারায়ণ যে একে অপরের অবিচ্ছেদ্য অংশ। বলা হয় দেবী তাঁর নিজের আরাধনায় যতটা না প্রসন্ন হন তার চেয়েও বেশি প্রসন্ন হন তাঁর স্বামীর আরাধনায় করলে। এই দিনে ৫ টি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। পাশাপাশি পারলে গঙ্গায় প্রধান করে আসুন। সন্ধ্যাবেলায় পুজো শেষে নারকেল এবং চিঁড়ে দিয়ে ফলাহার করুন। রাত জেগে পাশা খেলা ও এই পুজোর অঙ্গ।

লক্ষ্মী পুজোর রীতিনীতি,সনাতন ধর্ম,অজানা তথ্য,Lakshmi Puja Rituals,Sanatan Dharma,Unknown Facts

লক্ষ্মীর পাঁচালী পড়ুন : লক্ষ্মী পাঁচালী ছাড়া পুজো অসম্পূর্ণ। তাই ১০৮ বার গায়ত্রী মন্ত্র সহ লক্ষ্মীর পাঁচালী পড়ুন এইদিন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়। দেবীর পায়ের সামনে ৫ টি কড়ি রেখে পুজো করিয়ে সেগুলিকে টাকার বাক্সে তুলে রাখুন।

তুলসী গাছের পুজো করুন : সনাতন ধর্মে তুলসী গাছকে পুজো করা হয়। বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করে সেখানে রোজ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে। এইদিন অবশ্যই তুলসী মঞ্চের সামনে পুজো করুন।