টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,ধূলোকণা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Dhulokona

Moumita

‘লীনা পিসি জাদু জানে’, লালনের স্মৃতি ফিরতেই আরেকপ্রস্থ ট্রোলিংয়ের শিকার ‘ধূলোকণা’

সাম্প্রতিক সময়ের চর্চিত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘ধূলোকণা’। যদিও আলোচনার চেয়ে বেশি সমালোচনাই হত এই ধারাবাহিকটি নিয়ে। একাধিক বিয়ে, পরকীয়া সবে মিলিয়ে একপ্রকার দর্শকদের চোখের বিষ হয়ে উঠেছিল ধারাবাহিকটি।

   

স্মৃতিভ্রষ্ট লালনের স্মৃতি ফিরে এলেও তিতিরকে কোনোভাবেই ভুলতে পারছিলনা সে। এমতাবস্থায় পরিস্থিতি বুঝে ফুলঝুরিও ডিভোর্স দিয়ে দেয় লালনকে। বস্তির দুই তরুণ-তরুণীর স্বপ্ন দেখা দিয়ে যে ধারাবাহিক শুরু হয়েছিল তা পৌঁছে যায় একাধিক বিয়ে আর সাংসারিক কূটকচালিতে।

যাইহোক, ফুলঝুরি লালনকে ডিভোর্স দেওয়ার পর লালন ফিরে যায় তিতিরের কাছে। তিতিরের সাথে বিয়েও ঠিক হয়ে যায় তার। অপরদিকে ফুলঝুরির জীবনে ফিরে আসে অংকুর। আর এত ঝামেলার মধ্যেই জানা যায় যে ফুলঝুরির পেটে একটা টিউমার হয়েছে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,ধূলোকণা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Dhulokona

খুব স্বাভাবিকভাবেই সেই টিউমারের অপারেশন করতে হবে। আর সেই অপারেশনের ডেট পড়ে কি না, লালনের গায়ে হলুদের দিনই। ফুলঝুরির বৌদি কমলিনী এই খবর পৌঁছে দেয় ডাক্তারবাবুর কাছে। এবার ডাক্তারবাবু সেই খবর পৌঁছে দেয় লালন এবং তিতিরের কানে।

মজার বিষয় হল, ঠিক তখনই লালন জানায় যে, তার সমস্ত স্মৃতি ফিরে এসেছে এবং সে সবকিছু ছেড়ে চলে আসে। হাসপাতালে পৌঁছে লালন বলে,“আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম,এখন আমার ঘোর কেটে গেছে। আমার জীবনের একমাত্র সত্য ফুলঝুরি।” আর এই এপিসোড দেখার পরেই কটাক্ষের ঝড় উঠেছে নেটপাড়ায়।

কেউ লিখেছেন, ‘এসেছো বাবা লালন, এতদিনে সব মনে পড়লো তোমার!’ জনৈক কটাক্ষ, ‘গল্পে যে সত্যিই গরু গাছে চড়ে তা লীনা গাঙ্গুলীকে না দেখলে বুঝতে পারতাম না’। অপর একজন লিখেছেন, ‘এত অপমানের পরেও লেখিকার শিক্ষা হয়না কেন’! এখানে জানিয়ে রাখি ধূলোকণা আর মাত্র তিন দিন বাকি। এবং খুব সম্ভবত এখানেও ফুলঝুরির মৃত্যু দিয়েই ধারাবাহিকটি শেষ করতে চান লেখিকা।