Arijit

লখনউয়ের কাছে ৭৫ রানে হেরে প্লে-অফের আশা কার্যত শেষ কলকাতার

গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। গতকাল আইপিএল এর দ্বিতীয় ম্যাচে অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কলকাতা নাইট রাইডার্স এর কাছে। কারণ এই ম্যাচটি জয়ের উপর নির্ভর করছিল কেকেআরের প্লে অফে খেলা।

   

তবে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে 75 রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। সেই সঙ্গে কেকেআরের প্লে অফে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।

এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই রান আউট হয়ে ফিরে যান কে এল রাহুল। তবে ম্যাচের হাল ধরেন কুইন্টন ডি কক এবং দীপক হুডা। 29 বলে 50 রান করে প্যাবিলয়নে ফিরে যান কুইন্টন ডি কক, অপরদিকে 27 বলে 41 রানের ইনিংস খেলেন দীপক হুডা। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 176 রান তোলে লখনউ সুপার জায়ান্টস।

জবাবে ব্যাট করতে নেমে এইদিনও শুরুতেই দুই ওপেনারকে হারায় কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও এইদিন ব্যাট হাতে ফ্লপ হন শ্রেয়স আইয়ার, নিতিশ রানা, রিঙ্কু সিংরা। এইদিন কেকেআরের প্রথম 5 জন ব্যাটসম্যান এর মধ্যে কেউই দুই অঙ্কের গন্ডি টপকাতে পারেনি। একটা সময় মাত্র 19 বলে 45 রানের ইনিংস খেলে জয়ের আশা দেখিয়েছিল আন্দ্রে রাসেল। তবে রাসেল আউট হওয়ার পরই কেকেআরের জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায়। 101 রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস এবং 45 রানে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়ান্টস।