Government

anita

Government: কেউ ৫০০ টাকা, কেউ ৭৫০ টাকা বেশি পাবেন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় মুখে হাসি এই সকল মহিলাদের

নিউজ শর্ট ডেস্ক:  সামনেই লোকসভা নির্বাচন তার আগে আরো একবার দিলখোলা রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি  নারী দিবসের আগেই বুধবার অর্থাৎ ৬ মার্চ মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়।

   

এদিন  একেবারে অভিনব কায়দায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের আশাকর্মী (Asha Workers ) এবং  অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwari Workers) ভাতা বৃদ্ধির কথা।  মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে জানা গিয়েছে আগামী মাসেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই রাজ্যের সমস্ত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতি মাসে ৭৫০ টাকা করে বেশি ভাতা (Allowance) পাবেন।

অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহকারিরা ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। এদিন রাজ্য সরকারের এই ঘোষণায় ব্যাপক হারে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা। প্রসঙ্গত রাজ্য বাজেটে তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে কিছু না বলায় এতদিন ধরে অর্থাৎ পয়লা মার্চ থেকে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছিলেন রাজ্যের আশা কর্মীরা।

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,আশাকর্মী,Asha Workers,অঙ্গনওয়াড়ি কর্মী,Anganwari Workers,ভাতা,Allowance,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

তবে এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন তাঁরা। এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ‘আশা কর্মীরা অনেক কাজ করে, ওঁরা আমাদের গর্ব। আমাদের সব বিপদে ওঁরা পাশে থাকে। এপ্রিল মাস থেকে ওদের ৭৫০ টাকা করে বেতন বাড়ানো হচ্ছে।’

আরও পড়ুন: আপনার আধার কার্ডটি আসল তো? এই স্পেশ্যাল ট্রিকসে যাচাই করুন নিজেই

প্রসঙ্গত বিগত ৬ বছর ধরে আশা কর্মীরা প্রতিমাসে ৪,৫০০ টাকা করে বেতন পেয়ে আসছেন। তবে এদিন মুখ্যমন্ত্রী ভাতা বাড়ানোর পর এপ্রিল মাস থেকে প্রতি মাসে তারা ৫,২৫০ টাকা করে ভাতা পাবেন।

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,আশাকর্মী,Asha Workers,অঙ্গনওয়াড়ি কর্মী,Anganwari Workers,ভাতা,Allowance,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা এতদিন মাসে ৮,২৫০ টাকা করে ভাতা পাচ্ছিলেন। তবে এবার থেকে প্রতি মাসে তাঁরা পুরোপুরি ৯ হাজার টাকাভাতা পান। পাবেন। অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা এতদিন প্রতি মাসে ৬,০০০ টাকা করে ভাতা পাচ্ছিলেন। কিন্তু এদিন তাঁদের ৫০০ টাকা করে বাড়ানোয় এপ্রিল মাস থেকে তাঁরা ৬,৫০০ টাকা করে পাবেন।