Arijit

চার-ছক্কার বন্যা! দুরন্ত অর্ধশতরান করে ইংল্যান্ডের জয়ের আশা শেষ করল সামি

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে প্রথম তিন দিন দাপট দেখায় ভারত। তবে চতুর্থ দিনে ক্রমাগত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে একেবারে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে ভারতের থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। মনে করা হচ্ছিল পঞ্চম দিনে ভারতকে দ্রুত গুটিয়ে দিয়ে জয়ের লক্ষ্যে ঝাপাবে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের এই আশায় বাঁধা হয়ে দাঁড়ালো ভারতীয় বোলাররা। তবে বল হাতে নয়, ব্যাট হাতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় বোলাররা।

   

পঞ্চম দিনের শুরুতেই ইশান্ত শর্মা এবং ঋষভ পন্থের উইকেট হারিয়ে আরও অনেক চাপে পড়ে যায় ভারত। মনে করা হচ্ছিল এই হয়তো ভারতের ইনিংস শেষ হয়ে যাবে আর ইংরেজ ব্যাটসম্যানরা মাঠে নেমে জয়ের রাস্তা তৈরি করে ফেলবে। তবে সেই সময় হঠাৎই ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতের দুই তারকা বোলার মহম্মদ সামি এবং জাসপ্রিত বুমরাহ।

ইংলিশ বোলারদের আচ্ছা করে শিক্ষা দেন সামি, বুমরাহ। একের পর এক চার ছক্কা মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করে ফেলেন সামি। অপরদিকে লাঞ্চ ব্রেকের আগে 30 রানে ব্যাটিং করছেন বুমরাহ। এই দুজনে লাঞ্চের আগেই 111 বলে 77 রানের পার্টনারশিপ করে ফেলেছেন। যার দৌলতে ইংল্যান্ডের থেকে 259 রানে এগিয়ে ভারত।