Arijit

কোহলিদের কাছে হেরে সমস্ত দায় দলের ব্যাটারদের উপর চাপালেন ক্ষিপ্ত ধোনি

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের লাগাতার ব্যর্থতার কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তারপর চেন্নাইয়ের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনির কাঁধে। অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নেয় ধোনি। তবে দ্বিতীয় ম্যাচেই হারের মুখোমুখি হতে হল ধোনিকে।

   

গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে 173 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে 160 রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। 13 রানে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর।

আর ম্যাচ হেরে সমস্ত দায় দলের ব্যাটসম্যানদের কাঁধে চাপালেন অধিনায়ক ধোনি। ম্যাচ হারার পর ধোনি বলেন, “ওদের ১৭০ রানের আশেপাশে আটকে রাখতে পারাটা আমাদের কৃতিত্বই বলতে হবে। তখনই মনে হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাটাররা সুবিধা পাবে। আমরা শুরুটাও ভাল হয়েছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচটা হারতে হল। শেষের দিকে আমাদের শট নির্বাচন খুবই খারাপ হয়েছে।”