mukesh ambanis antilia house electric bill revealed

Moumita

মুকেশ আম্বানির ২৭ তলার অ্যান্টিলিয়াতে বিদ্যুৎ খরচ কত? ১ মাসের বিলের খরচেই গোটা জীবন কেটে যাবে আপনার

Mukesh Ambani`s Antilia House Electric Bill Revealed : রিল্যায়েন্স(Reliance) সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি (Mukesh Ambani) ভারতের তো বটেই পাশাপাশি গোটা এশিয়ার সেরা ধনীদের মধ্যে একজন। গোটা বিশ্বে তার মত প্রভাবশালী ব্যক্তিত্ব খুব কম মানুষই আছেন। বর্তমান দিনে তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। তার কঠোর পরিশ্রমের ফল তার এই সাম্রাজ্য।

   

ভারত তো বটেই পাশাপাশি বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে রয়েছে তার ব্যবসা। বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, বাড়ি, বাংলো রয়েছে তার। আর এই সবচেয়ে দামি প্রপার্টির মধ্যে একটি হল অম্বানিদের বাসস্থান (House) অ্যান্টিলিয়া (Antilia)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি বাড়ি এটি।

আরব সাগরের তীরে এক অত্যন্ত অভিজাত এলাকায় নিজেদের স্বপ্নের বাড়ি অ্যান্টিলিয়া তৈরী করেছেন মুকেশ আম্বানি। সূত্রের দাবি, রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে এই ২৭ তলা বাড়িটির। বাইরে, ভেতরে সবদিক দিয়েই চোখ ধাঁধানো সৌন্দর্য এই বাড়িটির। ভেতরে রয়েছে দুনিয়ার সব সুযোগ সুবিধা।

জেনে অবাক হবেন যে, হেলিপ্যাড থেকে শুরু করে ব্যক্তিগত সুইমিং পুল হয়ে থিয়েটার- সবকিছুই রয়েছে অ্যান্টিলিয়ার ভেতরে। জানা যায়, মোট ৫০ টি ঘর রয়েছে এই বিল্ডিং-এ। আর তাই এটা তো ঠিকই যে, এতগুলো ঘরের ইলেকট্রিক বিলটাও আসবে আকাশছোঁয়া। আর সেটা আসেও প্রতিমাসে।

আম্বানির বাড়ির কারেন্টের বিল কত,Mukesh Ambani house Antilia electric bill amount will shock you,Mukesh Ambani residency Antilia Electricity Bill,Mukesh Ambani Antilia,Antilia electric bill,Mukesh Ambani house electric bill,ভারত,India

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অ্যান্টিলিয়ায় আম্বানি পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় ৬০০ কর্মচারী থাকে এখানে‌। আর তাই প্রতিমাসেই একটা মোটা টাকা ইলেকট্রিক বিল গুনতে হয় মুকেশ আম্বানিকে। জানা গেছে, এই জন্য প্রতি মাসে প্রায় ৬৩৭.২৫০ ইউনিট বিদ্যু খরচ হয় অ্যান্টিলিয়ায়। আর এই বিলের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হয়।