টলিউড,বিনোদন,গসিপ,ধারাবাহিক,টেলিভিশন,নবনীতা মালাকার,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Nabanita Malakar

Moumita

কেরিয়ার নয়, আগে পরিবার, বাবা-মায়ের চিকিৎসা করাতে আজ নায়িকা থেকে খলনায়িকা নবনীতা

সাল ২০১৫ তে কালার্স বাংলাতে ‘আপনজন’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন নবনীতা। এরপর আর কাজের অভাব হয়নি। একটার পর একটা সুপারহিট ধারাবাহিকে অভিনয় করে গেছেন। এই মুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে তিন্নির ভূমিকায় অভিনয় করছেন।

   

ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ আট বছর পার করে ফেলেছেন এই মিষ্টি অভিনেত্রী। যদিও তার চরিত্রটি মোটেও মিষ্টি নয়। কেরিয়ারের শুরুর দিকে নায়িকা চরিত্রে বা পজিটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ এলেও, বর্তমানে পার্শ্বচরিত্র কিংবা নেগেটিভ চরিত্রেই বেশি দেখা যায় নবনীতাকে‌।

এর আগে জি বাংলার ‘এই ছেলেটা ভেল ভেলেটা’ সিরিয়ালে ঐশ্বর্যর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের। তবে টিভির পর্দায় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে ‘সাগর জ্যোতি’ সিরিয়ালের মুখ্যচরিত্রে। এই সিরিয়ালের পর মনের মতো চরিত্র না পেয়ে প্রায় ন’মাস বসে ছিলেন নবনীতা।

টলিউড,বিনোদন,গসিপ,ধারাবাহিক,টেলিভিশন,নবনীতা মালাকার,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Nabanita Malakar

আসলে, এই ইন্ডাস্ট্রিতে এসে মোটেও টাইপকাস্ট হয়ে যেতে চান না তিনি। আর সেই কারণে বরাবরই তিনি খলনায়িকা কিংবা সেকেন্ড লীডের মতো চরিত্রে অভিনয় করা এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু চাইলেই কি আর ভাগ্য সাথ দেয়? এরপর যখন নিম ফুলের মধুর প্রস্তাব আসে তার হাতে তখন সেখানেও তিনি পেলেন খলনায়িকার চরিত্র।

দীর্ঘদিন বসে থেকেও যখন মনের মত রোল পাননি তখন একপ্রকার বাধ্য হয়েই অফারটি গ্রহণ করেন। আসলে সংসারের কথা ভেবেই এই চরিত্রের প্রস্তাব ফেরানোর সাহস তিনি দেখাতে পারেননি। তবে এই চরিত্রটি সিরিয়ালের সেকেন্ড লিড। তাই আর খুব একটা ভাবেননি।

প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি টাইমের সঙ্গে কথা বলার সময় নিজের পরিবারের কথা বলেন নবনীতা। সেখানেই তিনি জানান, তার বাবা-মা দুজনেই অসুস্থ। গোটা সংসারের দায়িত্ব এখন তার হাতে। লিড রোলে অভিনয় করতে চাইলেও এখন আর তার পক্ষে বসে থাকা সম্ভব নয়। তবে নবনীতার বিশ্বাস পারফরমেন্সই শেষ কথা বলে।