টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,গসিপ,Tollywood,Entertainment,Gossip,Serial,Anurager Chowa

‘এটা তো পচা কথা’, সূর্যর সাথে প্রথম দেখাতেই তর্ক শুরু রূপার, ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন টুইস্ট

এই মুহূর্তে টেলি দুনিয়ার অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। বিগত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে সিরিয়ালটিতে। এই মুহূর্তে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন— কী আছে সূর্য-দীপার ভাগ্যে? আর কবে মিশকার পর্দা ফাঁস হবে?

এমতাবস্থায় আপনাদের জানিয়ে রাখি, উপরের দুটি প্রশ্নের উত্তর এখনই দিতে চাননা নির্মাতারা। আরো একটু সাসপেন্স তৈরি করার জন্য এবার সূর্য-দীপার দুই যমজ মেয়ে সোনা এবং রূপার উপরেই ফোকাস করছেন তারা। আর সেই কারণেই বেশ কয়েক বছরের লম্বা লিপ নিয়েছে সিরিয়ালটি।

খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে, একই সময়ে সূর্য-দীপার মেয়েদের অন্নপ্রাশন হচ্ছে। আর এই অনুষ্ঠানে সূর্যর কাছে থাকা মেয়ে সোনা ধরেছে কলম অপরদিকে দীপার কাছে থাকা মেয়ে রূপা ধরেছে মাটি। এরপরেই কয়েক বছরের বিরতি।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,গসিপ,Tollywood,Entertainment,Gossip,Serial,Anurager Chowa

এরপরেই আপনারা দেখতে পাবেন, সোনার জন্মদিনে এলাহী আয়োজন করা হয়েছে সেনগুপ্ত পরিবারে। এদিকে রূপার জন্য সাধ্যমত আয়োজন করেছে তবলা এবং তার পরিবার। আর তার মাঝেই দীপা জানায় যে, সে রূপাকে কোথাও খুঁজে পাচ্ছেনা।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,গসিপ,Tollywood,Entertainment,Gossip,Serial,Anurager Chowa

এদিকে রূপা চলে গেছে গ্রামের এক চাষীর ক্ষেতে। সেখানে একজনকে রীতিমত হুমকি দিচ্ছে সে। পুচকের দাবি তাকে ফুলকপি না দিলে পরদিন মাঠের একটা ফুলপিও আস্ত থাকবেনা। অর্থাৎ এটা খুবই স্পষ্ট যে রূপা হচ্ছে একেবারে দানপিটে দস্যি মেয়ে।

শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন যে, রাস্তার মাঝে মুখোমুখি হচ্ছে সূর্য আর রূপা। রূপা তার মামার সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে পার হয় সূর্য। সেখানেই বাপ-মেয়ের মধ্যে শুরু হয় তর্ক। যদিও এখানে দীপার সাথে সূর্যর দেখা হবে কি না তা এখনও জানা যায়নি।

Avatar

Moumita

X