পাহাড়-নদী-জঙ্গল সবই পাবেন, পুজোয় ঘুরে আসুন এই ৫ অজানা জায়গায়, ভুলে যাবেন দার্জিলিং

নিউজশর্ট ডেস্কঃ পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এইসময় যারা বাইরে ঘুরতে যেতে ভালোবাসেন, তারা ঘোরার প্ল্যান শুরু করে দিয়েছেন। তবে একঘেয়ে জায়গায় গিয়ে যদি বোর হয়ে যান , তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য ৫ টি জায়গার সন্ধান রইল। যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে আপনার। চলুন তাহলে নতুন এই অফবিট ডেস্টিনেশন(Offbeat Destination) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

১. নামচি : সিকিমের দক্ষিণ ভাগে অবস্থিত এই জায়গাটি দেখে মুগ্ধ হবেনা এমন মানুষ বিরল। কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য দেখতে ঘুরে আসুন নামচি। এছাড়াও এখানে রয়েছে সামদ্রুপচে, রক গার্ডেনের মতো মনোরম জায়গা। এ ছাড়াও আছে ১০৮ ফুট উচুঁ বিশাল এক শিবমূর্তি, সাঁই বাবার মন্দির।

২. কসোল : ভারত ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হিমাচলপ্রদেশের কুল্লু জেলার এই ছোট্ট শহরটি। পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। নদী এবং পর্বতের অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে কসোল হল আদর্শ জায়গা। প্রতিদিন ১০০০-১২০০ টাকার মতো খরচ হবে এখানে।

৩. লুংলেই : মিজোরামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারই মধ্যে অন্যতম হল লুংলেই। পাহাড়ি সৌন্দর্য, মনোরম আবহাওয়া আর মন মাতানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এখানে প্রায় ৪-৭ হাজার টাকার মধ্যেই থাকা খাওয়া এবং ঘোরা হয়ে যাবে।

৪. শ্রীখোলা :  পাহাড়ে ঘেরা নির্জন গ্রামে দিন তিনেক কাটাতে ঘুরে আসতে পারেন শ্রীখোলা। দার্জিলিং থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ টানবেই। এছাড়া শ্রীখোলার কাছেই রয়েছে রিম্বিক। আসলে রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। এনজিপি থেকে গাড়ি নিয়ে ঘুম রিম্বিক হয়ে সরাসরি শ্রীখোলা পৌঁছে যাওয়া যায়।

৫. পঞ্চগনি : কাঠফাটা গরমে স্বস্তির খোঁজ করতে চাইলে আপনার গন্তব্য হতে পারে মহারাষ্ট্রের পঞ্চগনি। মুম্বইয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত এই শৈলশহর। মহাবালেশ্বর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত এই জায়গা আপনার মন টানবেই।

Avatar

Papiya Paul

X