বিনোদন,টলিউড,টলিউড অভিনেত্রী,নুসরাত জাহান,ভাইরাল ভিডিও,Entertainment,Tollywood,Tollywood Actress,Nusrat Jahan,Viral Video

নিখোঁজ নন নুসরাত! কোমরে আঁচল গুঁজে শ্মশান কালী মন্দিরে মায়ের ভোগ রাঁধলেন অভিনেত্রী, রইল ভিডিও

নুসরাত জাহান(Nusrat Jahan) নাকি নিখোঁজ! কয়েকদিন আগে এমনই পোস্টার পড়েছিল বসিরহাটের বিভিন্ন এলাকায়। আর এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তবে এবার সেই বিতর্কে জল ঢেলে নতুন ভূমিকায় দেখা গেল তৃণমূলের জনপ্রিয় এই সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে। বরাবরই লাইমলাইট কিভাবে কাড়তে হয় সে কথা ভালোভাবেই জানেন অভিনেত্রী।

এইবারও সেটার অন্যথা হলো না। অভিনেত্রীকে এবার দেখা গেল শাড়ি পরে কালীপুজোর ভোগ রান্না করতে। এদিন শনিবার সন্ধ্যা বেলায় উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার দু’নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গোবিন্দপুর ভদ্রকালী শ্মশানে কালীপুজোর খিচুড়ির আনতে দিয়েছে নুসরাতকে।

এই এলাকার ৫ মুসলিম ভাই শ্মশানে যাবার রাস্তা তৈরি করার জন্য নিজের জমি দান করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। আর এখানে এসে ভোগ রান্না করে আবারো সম্প্রীতির বার্তা তুলে ধরলেন অভিনেত্রী। এর আগে কোনদিন ধর্মের ভেদাভেদ, কট্টরপন্থীদের চোখরাঙানিকে পাত্তা দেননি তিনি। এবারও হিন্দু মন্দিরে এসে রান্না করতে দেখা গেল অভিনেত্রীকে। একেবারে নিজেকে গ্রামের লোকের মত তুলে ধরেছেন।

বিনোদন,টলিউড,টলিউড অভিনেত্রী,নুসরাত জাহান,ভাইরাল ভিডিও,Entertainment,Tollywood,Tollywood Actress,Nusrat Jahan,Viral Video

এদিন সিল্কের শাড়ি পরে আঁচল কোমরে গুজে হাতা দিয়ে নিজেই ভোগের খিচুড়ি রান্নাতে হাত লাগান। এর সাথে তিনি আবার আশেপাশের মানুষকে উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, হচ্ছে তো? মানে তিনি পারছেন তো? আর অভিনেত্রীর প্রশ্নে আশেপাশের মানুষ বলেন যে তিনি পারছেন। যশ ও নুসরাতের ফ্যান পেজের তরফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে তাকে ‘দশভুজা’ তকমা দিয়েছেন তার অনুরাগীরা।

Avatar

Papiya Paul

X