Koushik Dutta

পরীক্ষা দিতে গেলে লাগবে না কোনও গাড়িভাড়া-টিফিন খরচা, সবটাই যোগাবে রাজ্য সরকার!

পরীক্ষা আদৌ হবে কি না তা এখনও ঠিক না। আপাতত পরীক্ষা হচ্ছে ধরে নিলেও, বহু রাজ্য এই পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করাতে চাইছে না। এরই মাঝে বড় ঘোষণা করল নিতীশ কুমারের ওড়িশা সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, JEE 2020 এবং NEET 2020 পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের সম্পূর্ণ দ্বায়িত্ব নিল ওড়িশা সরকার।