পঞ্চায়েত সিজন ২,Panchayat season 2,দীপক কুমার,Deepak Kumar,জিতেন্দ্র ত্রিপাঠী,Jitendra Tripathi,আমাজন প্রাইম,Amazon prime,বলিউড,Bollywood,বিনোদন,Entertainment,ওয়েব সিরিজ,web series

সময়ের আগেই মুক্তি ‘পঞ্চায়েত সিজন-২’, দর্শকের ভালোবাসা পেয়ে বিশেষ বার্তা দিলেন জিতু ভাইয়া!

বর্তমান দিনে মানুষ মুভি থিয়েটার ছেড়ে বিনোদনের খোঁজে ঢুঁ মারছে বিভিন্ন OTT প্ল্যাটফর্মে। দিনদিন বাড়ছে OTT অ্যাপগুলির রমরমা‌। এমনই এক জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম হলো আমাজন প্রাইম। আমাজন প্রাইমে সদ্য মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন ২। শুধু মুখ্য চরিত্রেই নয়, পার্শ্ব চরিত্রে থেকেও যে দর্শকদের মন জিতে নেওয়া যায়, তা নতুন করে প্রমাণ করছে ‘পঞ্চায়েত ২’। এর আগে পঞ্চায়েত সিজন ১ বিপুল ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছ থেকে। আবারও একবার প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকমহল। যদিও নির্মাতারা ঘোষণা করেছিলেন জনপ্রিয় এই ওয়েব সিরিজটি ২০ মে মুক্তি পাবে কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে বুধবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে বহুল প্রত্যাশিত এই ওয়েব সিরজটি।

অপ্রত্যাশিত এই চমকের জন্য প্রস্তুত ছিলেননা দর্শকমহল। আর অপ্রত্যাশিত উপহার কার না ভালো লাগে! সিরিজটি মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অবিশ্বাস্যভাবে খুব জনপ্রিয়তা অর্জন করে পঞ্চায়েত সিজন-২। টুইটার এখন ভাসছে পঞ্চায়েত সিজন-২ এর প্রসংশা বার্তায়। উল্লেখ্য বিষয়, সিজন-১ এর চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছে সিজন-২।

দীপক কুমারের পরিচালনায় এই শোট’টিতে মূখ্য ভূমিকায় (অভিষেক ত্রিপাঠী) রয়েছে জিতেন্দ্র কুমার। গল্পের নায়ক অভিষেক ত্রিপাঠী শহুরে ছেলে। ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরির ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েছে রেজাল্টের কারণে। অবশেষে যে চাকরি পান তাকেই একরকম আঁকড়ে ধরেন। কিন্তু বাধ সাধলো তার কর্মস্থল। মোটেও মনোমত নয় তার। বালিয়া জেলার পঞ্চায়েত শাসিত প্রত্যন্ত এক গ্রাম ফুলেরা, সেখানকার পঞ্চায়েত সচিব তিনি। নতুন কাজ সম্পর্কে যা ধারণা নিয়ে এসেছিলেন তা সোনার পাথর বাটি ঠেকে তার কাছে। একরাশ বিরক্তি নিয়ে ফুলেরা গ্রামে থেকেই এমবিএ’এর প্রস্ততি নিতে শুরু করেন তিনি। কিন্তু বিধি বাম, শিকে ছেড়েনা তার ভাগ্যে। অক্লান্ত পরিশ্রমের পরও সফল হননা তিনি।

গত সিজনে অভিষেকের বিপরীতে ছিলোনা কোনো নারী চরিত্র। এই সিজনে প্রধানের মেয়ে রিঙ্কির সামান্য আভাস দেখা গিয়েছে। রিঙ্কির উপস্থিতি এবং তাদের প্রেমের পূর্বাভাস বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। এবারও রিঙ্কিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। দর্শকরা বলছেন, রিঙ্কির ভূমিকা আগের চেয়ে ভালো ও ভালো। বেশ প্রশংসা পাচ্ছেন ধারাবাহিকটি।

একটি সাক্ষাতৎকারে জিতেন্দ্র কুমার, যিনি অভিষেকের ভূমিকায় অভিনয় করছেন, তিনি বলেছিলেন তিনি বেশ মজা করে এই শো’এর শুটিংয় শেষ করেছেন। অভিষেক ত্রিপাঠী যে আবারও দর্শকের ভালোবাসা পাবে তা তিনি আগে থেকেই জানতেন কিন্তু তা যে এতো বেশি সেটা প্রত্যাশিত ছিল না।

Avatar

Moumita

X