এসবিআই,SBI,ভুয়ো এসএমএস,Fake SMS,পিআইবি,PIB

SBI গ্রাহকরা ভুলেও এই SMS-র উত্তর দেবেন না, মুহুর্তের মধ্যে উধাও হতে পারে আপনার সমস্ত সঞ্চয়!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার অপব্যবহার। যে প্রযুক্তি আজ মানুষের উন্নতির কান্ডারী সেই প্রযুক্তিই হয়ে উঠেছে সাইবার আক্রমণকারীদের বেআইনি কাজের হাতিয়ার। আজকের দিনে তাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ভুয়ো মেসেজ পাঠিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করে তাদের টাকা হাতিয়ে নেওয়ার চক্করে রয়েছে।

সম্প্রতি গ্রাহকদেরকে পাঠানো ভুয়ো এই মেসেজ গুলিতে বলা হচ্ছে যে, কিছু জরুরী তথ্য না দিলে তাদের অ্যাকাউন্টটি ব্লক হতে পারে। এই মেসেজটির মধ্যে থাকা বার্তাটি অনেকটা এইরকম, ‘ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার এসবিআই-কে দেওয়া আপনার তথ্যগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অতএব আপনার অ্যাকাউন্ট ব্লক করা হল।’ অ্যাকাউন্ট চালু রাখতে একটি লিঙ্কও দেওয়া রয়েছে সেই মেসেজে।

অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই ভয়ে যদি কেউ এই ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সর্বশান্ত হয়ে যেতে পারেন। নতুন এই এসএমএস কেলেঙ্কারি সম্পর্কে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) থেকে সতর্কতা বার্তা জারি করা হয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) থেকে সতর্ক করেছে, কোনও গ্রাহক যেন এই মিথ্যা প্ররোচনায় পা না দেয়। কোনোভাবেই যেন এসএমএস-এ দেওয়া লিঙ্কে ক্লিক না করে কেউ। সেইসাথে অজানা সোর্স থেকে এধরনের বার্তা পাওয়ার সাথে সাথেই ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার নির্দেশ এসেছে পিআইবির তরফ থেকে।

পিআইবি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সমস্ত এসবিআই গ্রাহকদেরকে সতর্ক করে জানিয়েছে যে, ‘সম্প্রতি একটি এসএমএস’টি চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে, প্রয়োজনীয় তথ্যের অভাবে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং জাল। এই ধরনের এসএমএস, ইমেইল এমনকি কল, কোনো কিছুতেই নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেননা।’ এরকম এসএমএস পাওয়ার সাথে সাথেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কোনো গ্রাহক এই ধরনের এসএমএস পেলে তৎক্ষণাৎ report.phishing @sbi.co.in এই লিঙ্কে গিয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Avatar

Moumita

X