পোস্ট অফিস,Post Office,সিনিয়র সিটিজেন Senior Citizen,সেভিংস স্কিম,Saving Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Investment: চাকরি ছেড়ে বুড়ো বয়সেও প্রতি মাসে আয় হবে ২০,০০০ টাকা! স্কিম জানলে লুফে নেবেন

নিউজ শর্ট ডেস্ক: অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে বিশেষ করে অবসর গ্রহণের পর জীবন সুরক্ষিত করার জন্য কমবেশি অর্থ সঞ্চয় করেন সকলেই। বিশেষ করে অবসর গ্রহণের পরে যাঁরা একটি স্থায়ী উপার্জনের উৎস চান, তাঁদের জন্য পোস্ট অফিস (Post Office) সিনিয়র সিটিজেন (Senior Citizen) সেভিংস স্কিমে  (Saving Scheme) টাকা বিনিয়োগ করাই আদর্শ।

   

পোস্ট অফিসের এই লাভজনক স্কিমে মাত্র ১০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যেতে পারে। জানা যাচ্ছে মূলত আমাদের দেশের প্রবীণ নাগরিকদের জন্যই  এই বিশেষ স্কিমটি চালু করা হয়েছে। এই স্কিমে বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা গুলির মধ্যে অন্যতম হল অ্যাকাউন্ট হোল্ডারের বয়স কম করে ৬০ বছর বা তার বেশি হওয়া উচিত।

এছাড়া ভিআরএস নেওয়া ব্যক্তিরা ৫৫ বছর বয়সের পরেও এই স্কীমে বিনিয়োগ করতে পারেন। তবে ভারতের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা বয়সসীমার ক্ষেত্রে আরও ৫ বছর ছাড় পান। অর্থাৎ তাঁরা ৫০ বছর বয়স থেকেই  পোস্ট অফিসের এই স্কিমে  বিনিয়োগ শুরু করতে পারেন।

পোস্ট অফিস,Post Office,সিনিয়র সিটিজেন Senior Citizen,সেভিংস স্কিম,Saving Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সরকারি স্কিমের সুদের হারও সরকারই ঠিক করে। বর্তমানে এই স্কিমের ওপর বার্ষিক ৮.২ শতাংশ হরে সুদ দিচ্ছে সরকার। এই সুদের হার যে কোনও এফডি-র থেকে ভাল। তবে এই স্কিমে যত বেশি বিনিয়োগ করা হবে, তত বেশি রিটার্ন পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী এই স্কিমে  সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

আরও পড়ুন: টাকার লোভে সঠিক তথ্য না জেনেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন! ডুবে যেতে পারে আপনার টাকা

যদি কোনও সিনিয়র সিটিজেন এই স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি বার্ষিক ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। এছাড়া মাসিক ভিত্তিতে এক্ষেত্রে ২০,০০০ টাকা লাভ পাওয়া যাবে। এছাড়া কেউ যদি ত্রৈমাসিক ভিত্তিতে টাকা নিতে চান তাহলে  তিনি ত্রৈমাসিক হিসাবে তিনি ৬১,৫০০ টাকা পাবেন। তবে কেউ যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতি ত্রৈমাসিকে ১০,২৫০ টাকা পাবেন৷

পোস্ট অফিস,Post Office,সিনিয়র সিটিজেন Senior Citizen,সেভিংস স্কিম,Saving Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কর দেওয়ার সময়ও এই সুবিধা পাওয়া যায়। এখানে বলে রাখি এই স্কিমে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এর সুদের হার  প্রতি বছর এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই  অ্যাকাউন্টে জমা হয়।