Koushik Dutta

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, দক্ষিণ বঙ্গে হতে পারে ভারী বৃষ্টি

জুলাই মাসে বৃষ্টি কার্যত দেখলই না দক্ষিণ বঙ্গবাসী। উত্তরে অতিভারী বর্ষণ হলেও দক্ষিণে বজায় রয়েছে প্যাচপ্যাচে গরম। তবে আগস্টের শুরুতেই ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। বাংলায় ৪ এবং ৫ আগস্ট ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে উত্তরে কমবে বৃষ্টি, আশা এমনই।