Ratan Tata,India,Twitter,Tweet,Street Dogs,Street Cat,Social Media,ভারত,রতন টাটা,রাস্তার কুকুর,রাস্তার বেড়াল,টুইট,টুইটার,সোশ্যাল মিডিয়া,রাস্তার কুকুর বেড়ালদের জন্য আওয়াজ তুললেন রতন টাটা,Ratan Tata Spoke About Street Dogs And Cats

Moumita

রাস্তার কুকুর-বেড়ালদের খেয়াল রাখার বিশেষ বার্তা রতন টাটার, আবারও জিতে নিলেন দেশবাসীর মন

ভারতের (India) তথা বিশ্বের লাখো তরুণ তরুণী তথা মানুষের অনুপ্রেরণা হলেন রতন টাটা (Ratan Tata)। তার আমলে টাটা গ্রুপের মর্যাদা বেড়েছে বহুগুণ। ব্যবসার পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করেছেন এই মানুষটি। নুন থেকে শুরু করে মোটোর, এয়ার ইন্ডিয়া, টাইটান, তাজ সবেতেই তার কোম্পানির অগাধ বিচরণ।

   

‘রতন টাটা’, একটি বহুল শ্রদ্ধেয় নাম। ভারতমাতার গর্ব তিনি। বছরের পর বছর নিজের জনহিতকর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দান খয়রাতের পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। সম্প্রতি টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা তার উদারতার আরেকটি উদাহরণ দিয়েছেন।

সম্প্রতি তিনি একটি টুইটের মাধ্যমে সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন, বৃষ্টির মাসে রাস্তায় থাকা কুকুর (Dogs) এবং বিড়ালদের (Cats) যাতে বিশেষ যত্ন নেওয়া হয়। রতন টাটা তার টুইটে বিপথগামী পশুদের জন্যও মানবতা দেখাতে বলেছেন। টাটার এই টুইটটি ভাইরাল হতেই প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায়।

Ratan Tata,India,Twitter,Tweet,Street Dogs,Street Cat,Social Media,ভারত,রতন টাটা,রাস্তার কুকুর,রাস্তার বেড়াল,টুইট,টুইটার,সোশ্যাল মিডিয়া,রাস্তার কুকুর বেড়ালদের জন্য আওয়াজ তুললেন রতন টাটা,Ratan Tata Spoke About Street Dogs And Cats

রতন টাটা তার টুইটে লিখেছেন, ‘বর্ষা এসে গেছে’। অনেক বিপথগামী বিড়াল এবং কুকুর এই মৌসুমে আমাদের গাড়ির নিচে আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে, এই বিপথগামী প্রাণীদের কোনও ধরণের আঘাত এড়াতে, আপনার গাড়ি স্টার্ট করার আগে এবং এর গতি বাড়ানোর আগে, গাড়ির নীচে কোনও প্রাণী আছে কিনা তা একবার পরীক্ষা করে দেখুন।’

Ratan Tata,India,Twitter,Tweet,Street Dogs,Street Cat,Social Media,ভারত,রতন টাটা,রাস্তার কুকুর,রাস্তার বেড়াল,টুইট,টুইটার,সোশ্যাল মিডিয়া,রাস্তার কুকুর বেড়ালদের জন্য আওয়াজ তুললেন রতন টাটা,Ratan Tata Spoke About Street Dogs And Cats

রতন টাটা আরও বলেছেন যে, ‘আমরা যদি আমাদের গাড়ি চেক না করে চালাই, তাহলে এই প্রাণীগুলি গুরুতর আহত হতে পারে। তারা অক্ষম হতে পারে এবং তারা মারাও যেতে পারে, তাই এটি সত্যিই হৃদয় বিদারক হবে।’ একথা হয়ত অনেকেই জানেন যে এই শ্রদ্ধেয় শিল্পপতির পোষা প্রাণীর প্রতি বিশেষ অনুরাগ রয়েছে।

তিনি একাধিক এনজিওর সাথে যুক্তও রয়েছেন। জেনে অবাক হবেন যে, রতন টাটার যে পোষ্যটি রয়েছে তা কোন নামিদামী বিদেশি কুকুর নয় বরং গোয়ার রাস্তার কুকুর। এখন সেটি শিল্পপতির সাথে তার বাড়িতেই থাকে। এই কুকুরটিকে দত্তক নেওয়ার গল্প তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। উল্লেখ্য, এর আগেও কুকুরের নিরাপত্তা নিয়ে বহুবার আবেদন করেছেন রতন টাটা।