Arijit

চূড়ান্ত অশান্তি! অশ্বিনকে না খেলানো নিয়ে দ্বন্দ্ব শুরু রবি শাস্ত্রী-বিরাট-ভরত অরুণের মধ্যে

এই মুহূর্তে ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলের সেরা স্পিনার হওয়ার পরেও চলতি টেস্ট সিরিজে এখনো একটাও ম্যাচ খেলানো হয়নি অশ্বিনকে। এবার অশ্বিনকে নিয়েই অশান্তির আঁচ ভারতীয় শিবিরে। অন্তত ভারতের বোলিং কোচ ভরত অরুনের কথায় তেমনই ইঙ্গিত। অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বোলিং কোচ।

   

অধিনায়ক বিরাট কোহলি এবং হেডকোচ রবি শাস্ত্রী অশ্বিনকে বাদ দিয়েই নামার পক্ষে, অপরদিকে অশ্বিনের মত তারকা স্পিনারকে না খেলানোয় খুশি নন ভরত অরুণ। ভরত অরুণের মতে অশ্বিনের মত স্পিনারকে না খেলানো অন্যায়। তিনি জানিয়েছেন, বৃহঃস্পতিবার পিচ দেখার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি মনে হয় পিচ স্পিন সহায়ক তাহলে অশ্বিন ও জাদেজা দুজনকেই খেলানো হবে।

তিনি বলেন, “ওভালের পিচ যে স্পিন সহায়ক হয় সেটা সবাই জানে। যদি পিচ থেকে একটুও সাহায্য পাওয়া যায় তাহলে অশ্বিন-জাদেজা জুটি ভয়ঙ্কর হয়ে উঠবে। ইংল্যান্ডও জানে জাডেজা এবং অশ্বিন একসঙ্গে খেললে কতটা ভয়ঙ্কর হতে পারে। এছাড়াও প্রত্যেক ম্যাচে ভালো খেলা রুটকে আউট করার ক্ষেত্রে অশ্বিন খুবই কার্যকরী হবে।”