আইপিএলের প্লে-অফে অশ্বিনকে অন্য ভূমিকায় ব্যবহার করে চমক দিতে চলেছে রাজস্থান

এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামতে চলেছে রাজস্থান রয়েলস। তবে প্লে-অফের ম্যাচে নামার আগে রাজস্থান রয়্যালসের তারকা স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সঞ্জু স্যামসন।

শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়েলসের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ব্যাটসম্যান রবীচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে তাঁর ৪০ রান দলকে জয় এনে দিয়েছে। ইডেন গার্ডেন্সে প্লে-অফে তাই ‘ব্যাটার’ অশ্বিনের উপরেই বেশি ভরসা রাখছে রাজস্থান। ম্যাচের পর অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন।

রাজস্থানের নেতা বলেছেন, “অশ্বিন দারুণ খেলেছে এবং আমাদের দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে উঠেছে। মরসুম শুরু হওয়ার আগে নেটে অনেক অনুশীলন করেছে। তারই ফল পাচ্ছে এখন।” অর্থাৎ আগামী দিনে বোলার অশ্বিনের পাশাপাশি যে ব্যাটসম্যান অশ্বিনকেও ব্যবহার করতে চলেছে রাজস্থান রয়েলস সেটাই স্পষ্ট করলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।

Avatar

Koushik Dutta

X