Arijit

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ৬০ বছর পরে নজির গড়লেন জাডেজা

মোহলিতে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস এবং 222 রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত।  ব্যাটে বলে এই ম্যাচের নায়ক ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এই ম্যাচ নিজের নামে করলেন জাদেজা।

   

একই ম্যাচে ব্যাট হাতে 175 রান করার পর বল হাতে পাঁচটি উইকেট নিয়ে এক বিরাট নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে 60 বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন জাডেজা। তৃতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি।

একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেটের কৃতিত্ব এর আগে রয়েছে মাত্র দুই ভারতীয় ক্রিকেটারের। 1952 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিনু মাঁকর এক টেস্টে 184 রান ও বল হাতে 196 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন। তার 10 বছর পরে পলি উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে 172 রান ও 107 রান দিয়ে 5 উইকেট নেন। জাডেজা এই তালিকায় তৃতীয় বোলার হলেন।