আরবিআই,৫০০ টাকার নোট,পরিবর্তন,RBI,500 Rupee Cash,Changes

Moumita

এবার বদলে যেতে চলেছে ৫০০ টাকার নোট! নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

আজ থেকে বছর ছয়েক আগে সাল ২০১৬-তে ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আর সেইদিনই তিনি ৫০০ এবং ১০০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করেছিলেন। এর সুফল-কুফল কী তা নিয়ে বিস্তর জলঘোলা হলেও সম্প্রতি এরকমই একটা বড়ো খবর মিলেছে।

   

বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, আবারও এইধরনেরই কিছু পরিবর্তন আনতে চলেছে RBI। এবার শোনা যাচ্ছে ৫০০ টাকার নোটে কিছু বিশেষ পরিবর্তন আনতে চলেছে সরকার। যেহেতু সকলেই ৫০০ টাকার ব্যবহার করেন, তাই ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সেই তথ্য সম্পর্কে সকলেরই অবগত থাকা উচিত।

এই মুহূর্তে বাজারে যেসব ৫০০ টাকার নোট চালু রয়েছে সেগুলি নিয়ে প্রশ্ন তুলেছে বোম্বে হাইকোর্ট। এইসব প্রচলিত নোট কয়েনগুলি দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কতটা সহায়ক সেই নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আর এবার এই নোটগুলোকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও সহায়ক করে তোলার ক্ষেত্রে আপডেট করার আবেদন করেছে।

আরবিআই,৫০০ টাকার নোট,পরিবর্তন,RBI,500 Rupee Cash,Changes

আগেও কিছু পরিবর্তন করা হয়েছে : জানিয়ে রাখি এই প্রথম নয়। এর আগেও এইসমস্ত নোটে বেশকিছু পরিবর্তন এনেছিলো সরকার। মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নোটের স্পর্শের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। যাতে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নোট স্পর্শ করেই কত টাকার নোট বুঝতে পারে এবং বাকি নোটের সাথে তার পার্থক্য করতে পারে। আর এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এই পরিবর্তন এনেছে সরকার।

আরবিআই,৫০০ টাকার নোট,পরিবর্তন,RBI,500 Rupee Cash,Changes

MANI App-ও করা হয়েছে আপডেট : সদ্যই MANI অ্যাপটিকেও আপডেট করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগে এই অ্যাপে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষা উপলব্ধ ছিলো। তবে দেশের আপামর জনসাধারণের কথা মাথায় রেখে এখন সেখানে আনা হয়েছে অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, উর্দু এবং তেলেগু ভাষা।

আরবিআই,৫০০ টাকার নোট,পরিবর্তন,RBI,500 Rupee Cash,Changes

২০২০ সালে এই অ্যাপ লঞ্চ হয়েছিল : সাল ২০২০ তে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই অ্যাপ চালু করেছিলো সরকার। এই অ্যাপের সৌজন্যে যে কোনো নোট সহজে চেনা যায়। নোট হাতে নিয়ে অ্যাপটি চালু করলেই অ্যাপটি ভয়েসের মাধ্যমে বলে দেয় যে, সেটি কত টাকার নোট।