Rituparna Sengupta with her daughter Rishna and Prosenjit Chatterjee's Son Trishanjeet AKA Mishuk at Ajogyo Special Screening

কেমন দেখতে হয়েছে ঋতুপর্ণার মেয়েকে? ‘অযোগ্য’র স্ক্রিনিংয়ে দেখা মিলল মিশুক-ঋষণার

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে টলিউডের সেরা জুটির কথা যদি ওঠে তাহলে এখনও অনেকের মুখেই উঠে আসবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee Rituparna Sengupta)জুটি। একসময় দুজনের কেমিস্ট্রি সুপারহিট করিয়েছে প্রচুর ছবি। তবে দুজনেই বিবাহিত, ১৯৯৯ সালেই ছোটবেলার বন্ধু সঞ্জয় সেনগুপ্তকে বিয়ে করেন ঋতুপর্ণা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলের নাম অঙ্কন ও মেয়ের নাম ঋষণা (Rishna)। কিন্তু দুজনের কাউকেই সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না।

সম্প্রতি প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘অযোগ্য’ ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল ঋতুপর্ণা কন্যা ঋষণা। অবশ্য এদিন পার্টিতে আরও দেখা গিয়েছে বাবা প্রসেনজিতের সাথে ছেলে মিশুককেও। সকলে মিলে একসাথে একটি ছবিও তুলেছেন। যা অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল হওয়া ছবিটি দেখে নেটিজেনদের কেউ বলেছেন, ‘আপনার মেয়ে কত বড় হয়ে গেছে’। তো কারোর মতে, ‘আপনার ছেলেকেও সাথে আনতে পারতেন। আরও ভালো লাগত আমাদের সকলের’। আসলে ঋষণাকে সেই ছোট্ট বেলায় দেখেছিল সকলে এরপর পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে গিয়েছে সে। তাই এতদিন পর ১৩ বছরের ঋষণাকে দেখে খুশি সকলেই।

Rituparna Sengupta daughter Rishna with Prosenjit Chatterjee Son Trishanjeet Chatterjee aka Mishuk

আরও পড়ুনঃ অভিনয়ে আসার আগেই পাল্টেছিলেন নাম! ‘রঞ্জা’ অভিনেত্রী ইধিকার আসল নাম কি জানেন?

অনেকেই হয়তো জানেন, মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে রটেছিল যে প্রসেনজিতের ছেলে তৃষাণজিতের সাথেই নাকি বিয়ে হতে চলেছে প্রসেনজিৎ কন্যা ঋষণার। যদিও এদিনের প্রচারে এসে এই কথা কাজে যেতেই হহেসে ওঠেন প্রসেনজিৎ ঋতুপর্ণা দুজনেই। আসলে পর্দায় তাঁদের জুটি এতটাই মনে ধরেছিল দর্শকদের যে অনেকেই মনে করেন তারা বাস্তবেও বোধয় একে-অপরকে ভালোবাসেন। যদিও সেই বিষয়ে কেউই কোনো মন্তব্য করেননি কখনও।

প্রসঙ্গত, ঋষণার পড়াশোনা শেষ না হলেও তৃষাণজিৎ ইতিমধ্যেই কোডাইক্যানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে টলিউডে পা রাখার জন্যে একেবারে প্রস্তুত সে। তবে ছেলেকে নিজে লঞ্চ করবেন না, বরং তাকে নিজের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করতে হবে এমনটা জানিয়ে দিয়েছেন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X