Arijit

বাংলা ফুটবলের জয়জয়কার! সাড়া জাগানো পারফরম্যান্স করে জাতীয় দলে বাংলার রহিম আলি

বাংলা ফুটবলের জয়জয়কার। বলা ভালো বাঙালি ফুটবলারদের জয়জয়কার এবার দেশজুড়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে ডাক পেলেন বাঙালি ফুটবলার রহিম আলী। 2017 সালে যখন দেশের মাটিতে বসেছিল অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে নজর কেড়েছিলেন বাংলার রহিম আলি। তারপর থেকেই কঠোর পরিশ্রম করে চলেছিলেন তিনি। অনূর্ধ্ব 17 দলের হয়ে খেললেও সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, প্রণয় হালদারদের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়নি রহিম আলির। অবশেষে পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। জাতীয় দলে ডাক পেলেন রহিম আলি। দীর্ঘ 15 বছর পর ফের কলকাতায় হবে জাতীয় দলের শিবির। আর সেখানেই দেখা যাবে রহিম আলিকে।

   

আগামী 15 ই আগস্ট কলকাতায় পৌঁছে যাবে কোচ ইগর স্টিম্যাচ সহ ভারতীয় জাতীয় দলের ফুটবলাররা। তার পরের দিন থেকেই সম্ভবত যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে জাতীয় দলের শিবির। গত মরসুমে আইএসএলে চেন্নাইয়িন এফসি হয়ে 16 ম্যাচে দুটি গোল করেছেন রহিম আলি যা নজর কেড়েছিল ইগর স্টিম্যাচের।

আগামী 2 ও 5 ই সেপ্টেম্বর কাঠমুন্ডুতে নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ভারতীয় ফুটবল দলের। আর সেই ম্যাচের জন্যই 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ। আর সেই দলেই রাখা হয়েছে রহিম আলিকে।