Arijit

কোহলি, পন্থ নন! রোহিতের চোখে ম্যাচের সেরা অন্য কেউ

শুক্রবার টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। রুদ্ধশ্বাস এই ম্যাচ একেবারে শেষ ওভার পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। এই প্রবল উত্তেজনা পূর্ন ম্যাচে একেবারে শেষ ওভারে জয় তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজকে 8 রানে হারিয়ে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ জেতার পাশাপাশি টিটোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত।

   

এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। চাপের মুখে ব্যাটিং করতে নেমে দুজনেই হাফ সেঞ্চুরি করেন। তবে বিরাট, ঋষভ ভালো ব্যাটিং করলেও অধিনায়ক রোহিত শর্মা প্রশংসায় ভরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমারকে।

ম্যাচের 19 তম ওভারে দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার। 62 রানে ব্যাটিং করা নিকোলাস পুরানকে আউট করার পাশাপাশি মাত্র চার রান দেন সেই ওভারে। আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, “সেই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখানেই অভিজ্ঞতার আসল দাম পাওয়া গেল। দুর্দান্ত ইয়র্কার দিয়েছিল ভুবনেশ্বর। পাশাপাশি বাউন্সারও দিয়েছে। আমরা প্রতিভায় বিশ্বাস করি। সেটা আজ কাজে লেগেছে।”