Arijit

কোহলির নীতিকে কতটা গুরুত্ব দেওয়া হবে ভারতীয় দলে, জানিয়ে দিলেন নয়া অধিনায়ক রোহিত শর্মা

বিরাট কোহলির পরবর্তীকালে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। দক্ষিণ আফ্রিকা সফরে সম্পূর্ণ অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটার কথা ছিল রোহিত শর্মার। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যান রোহিত শর্মা। এর ফলে আগামীকাল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে পূর্ন অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে রোহিত শর্মার।

   

তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের আগামী দিনের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা জানালেন রোহিত শর্মা। বিরাট কোহলীর নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চান তিনি।

এইদিন রোহিত বলেছেন, “বিরাট যখন অধিনায়ক ছিল, তখন আমি সহ-অধিনায়ক ছিলাম। ও যে জায়গায় দলকে রেখে গিয়েছে, সেখান থেকেই আমি এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকে ভারতীয় দলের থেকে ভাল পারফরম্যান্সই আশা করে। যে ভাবে আমরা খেলেছি সে ভাবেই খেলব। খুব বেশি পরিবর্তনের দরকার নেই। শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখার কথাই আমরা বলেছি। এমন নয় যে আমি এসে সব কিছু বদলে দেব। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব বোঝানোও আমার কাজ হতে চলেছে।”