Arijit

মাইকেল ভনের থেকে সেরা টেস্ট অধিনায়কের তকমা ছিনিয়ে নিল রুট, লজ্জায় মাথানত ভনের

ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ব্যাট হাতে তিনটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কার্যত এক হাতে টেনে নিয়ে যাচ্ছেন রুট। যেখানে ভারতীয় বোলারদের সামনে প্রত্যেক ম্যাচে ধরাশায়ী হচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, সেখানে তিনি একা হাতে ভারতীয় বোলারদের শাসন করেছেন প্রথম তিনটি টেস্ট ম্যাচে। চলতি টেস্ট সিরিজের তিন ম্যাচের পাঁচটি ইনিংসে ইতিমধ্যেই 507 রান করে ফেলেছেন জো রুট, সেই সঙ্গে তিনি পেয়েছেন ইংল্যান্ডের সেরা টেস্ট অধিনায়কের তকমা।

   

লিডসে ভারতকে ইনিংস ও 78 রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। আর ভারতের বিরুদ্ধে এমন বিরাট জয় তুলে নিয়ে জো রুট টপকে গেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনকে।

2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ছিলেন মাইকেল ভন। সেই সময় কালে তিনি 51 টি টেস্ট ম্যাচ খেলে জিতেছিলেন 26 টি ম্যাচে। 2017 সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন জো রুট। তখন থেকে এখনো পর্যন্ত মোট 55 টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রুট। ভারতের বিরুদ্ধে লিডস টেস্ট জিতে 27 টি টেস্ট ম্যাচ জেতা হয়ে গেল রুটের। সেই সঙ্গে তিনি টপকে গেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনকে।