Arijit

ইউক্রেনে ফের গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, হাসপাতালে লড়ছে মৃত্যুর সঙ্গে

এই মুহূর্তে চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। যত দিন যাচ্ছে ততই ভয়াবহ রূপ ধারণ করছে এই যুদ্ধ। এমনকি দুই দেশের মধ্যে ইতিমধ্যে পরমাণু হামলারও হুমকি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে একটা একটা করে খারাপ খবর আসতে শুরু করেছে ভারতীয়দের জন্য।

   

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মাঝেই মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের ফলে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। এই পড়ুয়া উত্তর কর্নাটকের বাসিন্দা। মৃত পড়ুয়ার নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। জানা গিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় রুশ বোমা বিস্ফোরণ হয়। এর ফলেই প্রাণ হারায় ওই ভারতীয় পড়ুয়া।

ফের রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের শিকার হলেন ভারতীয় পড়ুয়া। কিভ থেকে পোলান্ড সীমান্তের দিকে আসার পথে গুলিবিদ্ধ হলেন ভারতীয় পড়ুয়া। তাঁকে মাঝ পথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিভের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। তবে ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।