Arijit

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি সুযোগ পাবেন শার্দুল ঠাকুর! বড় বয়ান দিলেন প্রাক্তন কোচ

আগামী 26 শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে ভারতীয় দল। আর এই সিরিজে 18 সদস্যের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে 18 জনের দলে জায়গা পেলেও প্রথম একাদশে কি শার্দূল ঠাকুরের জায়গা হবে? এই নিয়েই উঠছে যাবতীয় প্রশ্ন। এবার সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

   

এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে সঞ্জয় বাঙ্গার বলেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে অবশ্যই সুযোগ পাওয়া উচিত শার্দুল ঠাকুরের। কারণ তিনি এমন একজন ক্রিকেটার যিনি বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন। শেষের দিকে নেমে ভারতের রানের গতি অনেকটাই বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ব্যাটসম্যানের। আর বিদেশের মাটিতে যখন ভারত খেলতে যায় তখন এই ধরনের ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, শার্দুল ঠাকুর ভারতীয় দলের হয়ে চারটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং এই ম্যাচ গুলিতে 38 গড়ে 190 রান করেছেন। ব্যাট হাতে তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন শার্দূল। তিনি 67 রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন শার্দুল।

আর শার্দুল ঠাকুরের এই পারফরম্যান্সই বলে দিচ্ছে বিদেশের মাটিতে কতটা সফল তিনি। আর সেই কারণেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়ার পক্ষেই সওয়াল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।