Arijit

ফিটনেসের জন্য বাদ! পাল্টা টুইট করে নির্বাচকদের ধুঁয়ে দিলেন সঞ্জু স্যামসন

বিশ্বকাপ শেষ হওয়ার আগে গ্রুপ পর্ব থেকেই ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। কারণ পরপর ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের পরেই ভারতের রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে বেশ কয়েক জন প্রথম সারির ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে এই নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন বেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, হার্শল প্যাটেলের মতো তরুণ তুর্কিরা।

এছাড়াও বিশ্বকাপে সুযোগ না পেলেও ফের ভারতীয় দলে কামব্যাক করেছেন দীপক চাহার, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহালরা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয় নি। তার কারণ হিসেবে নির্বাচকরা জানিয়েছেন তারা সঞ্জুর ফিটনেস নিয়ে খুশি নয়।

টি-টোয়েন্টি দলে না থাকার এই বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি সঞ্জু। বিশেষ করে তাকে বাদ দেওয়ার পিছনে নির্বাচকরা যে যুক্তি দিয়েছেন সেটা একেবারেই মানতে পারেননি তিনি। আর তাই টুইট করে নির্বাচকদের উপযুক্ত জবাব দিয়েছেন সঞ্জু। সেই টুইট দেখা যাচ্ছে বাউন্ডারি লাইনের ধারে বেশ কিছু দুর্দান্ত ফিল্ডিং করছেন সঞ্জু, ফিটনেসের চূড়ান্ত পর্যায় না থাকলে সেগুলি কখনই সম্ভব নয়।